ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিডি চয়েসের বৈশাখী আয়োজন

প্রকাশিত: ০৪:৩২, ১৬ এপ্রিল ২০১৮

সিডি চয়েসের বৈশাখী আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে চমকে দেয়া প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। বিভিন্ন সঙ্গীত আয়োজনের ধারবাহিকতায় বাঙালীর অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য পহেলা বৈশাখ উপলক্ষে বেশকিছু অডিও ভিডি প্রকাশ করেছে। নবীন প্রবীণ শিল্পীদের বিভিন্ন গানের অডিওর পাশাপাশি, নাটক ও চলচ্চিত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বৈশাখ উপলক্ষে সিডি চয়েসের বিভিন্ন আয়োজন নিয়ে এই প্রতিবেদন। অডিও : লিমন চৌধুরীর কণ্ঠে একক গান ‘তুমি যখন হাত বাড়াও’। গীতিকার টিএম সাব্বির। সুর ও সঙ্গীত বনি আহমেদ। ইভান ইভুর কণ্ঠে একক গান ‘তুমি কে বলতো’। কথা রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত অয়ন চাকলাদার। কাজী শুভর কণ্ঠে একক গান ‘জাদু’। কথা ¯েœহাশীষ ঘোষ। সুর কাজী শুভ। সঙ্গীত রাফি মোহাম্মদ। মিজানুর রহমানের কণ্ঠে একক গান ‘স্বাগতম সুপ্রভাত’। কথা, সুর ও সঙ্গীত সেতু চৌধুরী। নাজু আখন্দের কণ্ঠে একক গান ‘একাকী স্বপ্ন’। গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীত শওকত আলী ইমন। মিলনের কণ্ঠে একক গান ‘এমন কেন করেছ’। কথা ও সুর ¯েœহাশীষ ঘোষ। সঙ্গীত এমএমপি রনি। শাফিন আহমেদের কণ্ঠে একক গান ‘ফিরে আয়’। কথা বাপ্পি খান । সুর ও সঙ্গীত শফিন আহমেদ।নীলার কণ্ঠে একক গান ‘বাঁশরিয়া’। কথা, সুর ও সঙ্গীত তানজীব সারোয়ার। এফ এ সুমনের কণ্ঠে একক গান ‘প্রিয়তমা’। কথা, সুর ও সঙ্গীত শেখ মিলন। কাজী শুভ’র কণ্ঠে একক গান ‘প্রাণে মারিলা’। কথা হুমায়ুন কবির। সুর কাজী শুভ। সঙ্গীত রাফি মোহাম্মদ। কাজী শুভ ও স্বরলিপির কণ্ঠে ডুয়েট গান ‘দিল দিওয়ানা’। কথা রবিউল ইসলাম জীবন। সুর কাজী শুভ। সঙ্গীত: রাফি মোহাম্মদ। মিলনের কণ্ঠ একক গান ‘উৎসবের দিন’। কথা রবিউল ইসলাম জীবন। সুর- মিলন। সঙ্গীত এমএমপি রনিমিনারের কণ্ঠে একক গান ‘আমি চলে যাব’। কথা, সুর ও সঙ্গীত মিনার। মতিয়ার রহমানের একক গান ‘বৈশাখ এলোরে’। কথা ও সুর মতিয়ার রহমান। সঙ্গীত এস কে সমীর। মিউজিক ভিডিও : লিমন চৌধুরীর কণ্ঠে একক গান ‘তুমি যখন হাত বাড়াও’। গীতিকার টিএম সাব্বির। সুর ও সঙ্গীত বনি আহমেদ। ভিডিও নির্মাতা: চন্দন রায় চৌধুরী।ইভান ইভুর কণ্ঠে একক গান ‘তুমি কে বলতো’। কথা রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত অয়ন চাকলাদার। ভিডিও নির্মাতা শিশির আহম্মেদ শুভ। কাজী শুভর কণ্ঠে একক গান ‘জাদু’। কথা ¯েœহাশীষ ঘোষ। সুর কাজী শুভ। সঙ্গীত রাফি মোহাম্মদ। ভিডিও নির্মাতা রাজু আহমেদ রাজ। নাজু আখন্দের কণ্ঠে একক গান ‘একাকী স্বপ্ন’। গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীত শওকত আলী ইমন। ভিডিও নির্মাতা তানভীর শেহজাদ।মিলনের কণ্ঠে একক গান ‘এমন কেন করেছো’। কথা ও সুর ¯েœহাশীষ ঘোষ। সঙ্গীত এমএমপি রনি। নীলার কণ্ঠে একক গান ‘বাঁশরিয়া’। কথা, সুর ও সঙ্গীত তানজীব সারোয়ার। ভিডিও নির্মাতা- ইমরান কবির হিমেল।
×