ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থাভাবে মৃত্যুশয্যায় ৩ সন্তানের জননী ॥ স্বামীর পলায়ন

প্রকাশিত: ০৬:১০, ১৪ এপ্রিল ২০১৮

অর্থাভাবে মৃত্যুশয্যায়  ৩ সন্তানের জননী ॥ স্বামীর পলায়ন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত স্ত্রীকে রেখে পালিয়ে গেছে স্বামী। অবশেষে তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে ঠাঁই হয়েছে গৃহবধূ আয়েশা বেগমের। অর্থাভাবে দীর্ঘদিন তার চিকিৎসা হচ্ছে না। এমনকি আহার পর্যন্ত জুটছে না আয়েশা ও তার তিন সন্তানের। দিনে দিনে তার পেটে পানি জমে ভারি হয়ে যাচ্ছে। এখন হাটতে চলতেও পারছেন না। বিনাচিকিৎসায় প্রতিনিয়ত সে মৃত্যুর প্রহর গুনছেন। অবুঝ সন্তানদের জন্য বেঁচে থাকতে চায় আয়েশা বেগম। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী ও সমাজের বিত্তবানদের কাছে হাত পেতেছেন তিন সন্তানের জননী আয়েশা। গৌরনদী উপজেলার চরদিয়াশুর গ্রামের দিনমজুর মৃত আজাহার সরদারের কন্যা আয়েশা বেগম। ২০০৩ সালে আয়েশা বেগমের বিয়ে হয়েছিল ঢাকার সোনারগাঁও উপজেলার মাদুরচর গ্রামের আলাউদ্দিন মোল্লার পুত্র মোজাম্মেল মোল্লার সঙ্গে। মোজাম্মেল ছিলেন পেশায় একজন রিক্সাচালক। তিনি শ্বশুরবাড়ি এলাকায় বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাদের দাম্পত্য জীবনে ১ পুত্র ও ২ কন্যা সন্তান রয়েছে। তিনবছর আগে আয়েশা লিভার সিরোসিসে আক্রান্ত হয়। ওই সময় তার কিডনিতেও সমস্যা দেখা দেয়। এরপর স্ত্রী ও সন্তানদের ফেলে মোজাম্মেল এলাকা থেকে পালিয়ে যায়। এরপর পিতৃগৃহে ঠাঁই হয় আয়েশা ও তার তিন সন্তানদের।
×