ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈশাখের জামা পরা হলো না দুই বোনের নদীতে ডুবে মৃত্যু

প্রকাশিত: ০৫:২৫, ১৪ এপ্রিল ২০১৮

বৈশাখের জামা পরা  হলো না দুই  বোনের নদীতে ডুবে মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মায়ের শপিং করা বৈশাখের নতুন জামা পরা হলো না লৌজংয়ের দক্ষিণ মওদগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাছির রাঢী ওরফে মনার দুই কন্যার। শুক্রবার লৌহজং থানার ৩শ’ গজ পশ্চিমে বড় নওপাড়া গ্রাম সংলগ্ন পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে সলিল সমাধি হয় ফিহা আক্তার (১৩) ও নুহা আক্তার (১১) নামের সাঁতার না-জানা দুই বোনের। ফিহা ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণী ও নুহা ওয়েলফেয়ার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর ছাত্রী। জানা যায়, ফিহা ও নুহার পিতা দীর্ঘদিন মালয়েশিয়া বসবাস করছে। তারা দক্ষিণ মওদগাঁও গ্রামে নানুর কাছে বসবাস করত। তাদের মা শুক্রবার তাদের জন্য বৈশাখের শপিং করতে ঢাকায় যায়। দুপুরে ফিহা ও নুহা নানুর কাছে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফিরলে তাদের নানু তাদের খোঁজে বের হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে বিকেলে তাদের নানু থানার কাছের পদ্মার শাখা নদীর ঘাটে যায়। এ সময় নানু ফিহা ও নুহার স্যান্ডেল দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় নদীতে নেমে তাদের লাশ উদ্ধার করা হয়।
×