ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নান্দাইলে ‘রেইনবো পেইন্টস’-এ তৈরি হচ্ছে সর্ববৃহৎ আলপনা

প্রকাশিত: ০৬:৩০, ১৩ এপ্রিল ২০১৮

নান্দাইলে ‘রেইনবো পেইন্টস’-এ তৈরি হচ্ছে সর্ববৃহৎ আলপনা

ময়মনসিংহের নান্দাইলে চার কিলোমিটার সড়কজুড়ে দেশের সর্ববৃহৎ বৈশাখী আলপনা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার নান্দাইলের ঘোষপালা আমলিতলা থেকে ঝালুয়া বাজার পর্যন্ত সড়কে এই আলপনা তৈরি হবে। নান্দাইল পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ের আয়োজনে এই আলপনা তৈরিতে পৃষ্ঠাপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের রঙয়ের ব্র্যান্ড ‘রেইনবো’। শুক্রবার সকালে আলপনা তৈরির এ উদ্যোগ উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। আলপনা তৈরিতে অংশ নেবেন নান্দাইল পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী। -বিজ্ঞপ্তি চিনির রোড শো বাংলা নববর্ষ ১৪২৫কে স্বাগত জানানো, আসন্ন শব-এ-বরাত ও পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর নিজস্ব কারখানায় আখ থেকে উৎপাদিত কেমিক্যালমুক্ত প্যাকেটজাত চিনি বাজারজাতকরণ এবং ক্রেতা সাধারণের মধ্যে ব্যাপক প্রচার ও প্রসারের নিমিত্তে বৃহস্পতিবার সকাল ১১টায় চিনি ভর্তি সুসজ্জিত গাড়িরবহরসহ কর্পোরেশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক ‘রোড শো’ এর আয়োজন করা হয়। ‘রোড শো’টি ৩, দিলকুশা বা/এ, চিনিশিল্প ভবন থেকে শুরু হয়ে রাজউক এভিনিউ, বঙ্গবন্ধু স্কোয়ার, বঙ্গবন্ধু এভিনিউ ও জিরো পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মধ্য দিয়ে পুনরায় চিনি শিল্প ভবন ৩, দিলকুশায় এসে শেষ হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য ‘রোড শো’টি উদ্বোধন ও ‘রোড শো’তে অংশগ্রহণ করেন। কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের নেতৃত্ব দেন। -বিজ্ঞপ্তি
×