ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লভ্যাংশের ওপর একাধিকবার কর নেবে না এনবিআর

প্রকাশিত: ০৬:২৪, ১৩ এপ্রিল ২০১৮

লভ্যাংশের ওপর একাধিকবার কর নেবে না এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোন কোম্পানির লভ্যাংশ প্রদানের ওপর একাধিকবার কর আরোপ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জটিলতা থেকে বের হওয়ার জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকে ইতোমধ্যে এনবিআরের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে লভ্যাংশের ওপর একবারই কর আরোপের বিধান থাকলেও আমাদের দেশে যতবার লভ্যাংশ হাতবদল হবে ততবার কর দিতে হবে বলে আইন রয়েছে। কিন্তু এ বছর এ বিষয়টি নিয়ে ইতিবাচক রয়েছে এনবিআর। এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, যে কোন লভ্যাংশ প্রদানের ওপর যেন একবারই কর আরোপ করা হয় সে বিষয়ে উদ্যোগ নিয়েছে এনবিআর। মূল বা প্রিন্সিপাল কোম্পানি তাদের সাবসিডিয়ারি থেকে প্রাপ্ত লভ্যাংশের ওপর কর দিচ্ছে। আবার তাদের কাছ থেকে যারা লভ্যাংশ পাচ্ছে তারাও একই লভ্যাংশের ওপর কর দিচ্ছে। এ বিষয়ে এনবিআর এমন একটি ফর্মুলা বের করতে যাচ্ছে যেন লভ্যাংশের ওপর শুধু একবারই কর আরোপ করা হয়। জানা যায়, কোম্পানির ঘোষিত লভ্যাংশ মাল্টিলেয়ারের মাধ্যমে ট্যাক্স প্রদান করা হয়। যেমন কোন মাদার কোম্পানি তাদের সাবসিডিয়ারি কোম্পানি থেকে ১০০ টাকা লভ্যাংশ পেল। এই ১০০ টাকার ওপর ২০ শতাংশ বা ২০ টাকা কর হিসেবে প্রদান করতে হচ্ছে। এখন ঐ কোম্পানির লভ্যাংশ থেকে আয় দাঁড়াল ৮০ টাকা। এই কোম্পানির সঙ্গে অন্যান্য কোম্পানি যারা জড়িত তারা ৮০ টাকার ওপর ডিভিডেন্ড পাচ্ছে। তাদেরকেও এই ৮০ টাকার ২০ শতাংশ বা ১৬ টাকা ডিভিডেন্ড ট্যাক্স প্রদান করতে হচ্ছে। এখন এই ১৬ টাকা বাদ দিয়ে যা থাকে ৬৪ টাকার ওপর তারা তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে। শেয়ারহোল্ডারদেরও আবার ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয় বাদ দিয়ে বাকি টাকার ওপর কর দিতে হচ্ছে।
×