ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঠিয়ার রাজাকার ফিরোজ খাঁর বিরুদ্ধে ফরমাল চার্জের শুনানি ২০ মে

প্রকাশিত: ০৬:০৪, ১৩ এপ্রিল ২০১৮

পুঠিয়ার রাজাকার ফিরোজ খাঁর বিরুদ্ধে ফরমাল চার্জের শুনানি ২০ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজশাহীর পুঠিয়ার রাজাকার আব্দুস সামাদ মুসা ওরফে ফিরোজ খার (৬১) বিরুদ্ধে ফরমাল চার্জের ওপর শুনানির জন্য ২০ মে দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউটর জাহিদ ইমাম জানান, বুধবার আসামি মুসার বিরুদ্ধে ফরমাল চার্জ দািখল করি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল শুনানির জন্য উক্ত আদেশ প্রদান করেন। এর আগে ১৪ জানুয়ারি রাজাকার আব্দুস সামাদ মুসা ওরফে ফিরোজ খার (৬১) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। তদন্ত সংস্থা আব্দুস সামাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে। প্রসিকিউশন ঐ অভিযোগ যাচাই বাছাই করে চারটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। আসামির বিরুদ্ধে চার সাঁওতালসহ ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির্যাতন ছাড়াও অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো যুদ্ধাপরাধের মতো অভিযোগ রয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামের (মৃত) নেতৃত্বে রাজাকার বাহিনীর হয়ে এ আসামি পুঠিয়া ও দুর্গাপুর এলাকায় এসব অপরাধ ঘটান। পুঠিয়ার বাঁশবাড়ী এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মোঃ আব্দুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁ মুক্তিযুদ্ধের আগে মুসলিম লীগের সমর্থক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে শান্তি কমিটির স্থানীয় নেতার নেতৃত্বে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হন। তার পূর্বপুরুষ ভারতের মুর্শিদাবাদ থেকে আসা। মুক্তিযুদ্ধের পর সে পালিয়ে গিয়েছিল।
×