ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামুনের অর্থ পাচার মামলা ৪ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

গ্যাটকো মামলায় খালেদাসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ জুন

প্রকাশিত: ০৬:০০, ১৩ এপ্রিল ২০১৮

গ্যাটকো মামলায় খালেদাসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ জুন

স্টাফ রিপোর্টার ॥ গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছে আদালত। অন্যদিকে ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) স্ত্রী রোজী চিশতীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পৌরসভার সীমানা ও ভোটার তালিকা হালনাগাদ না করা সংক্রান্ত জটিলতার কারণে টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কর্মরত ২৫৮ জন মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা অর্থপাচার মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। বৃহস্পতিবার আপীল বিভাগ, হাইকোর্ট ও ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ আদেশগুলো প্রদান করেছে। গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানি পেছানোর আবেদন করলে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান আবেদন মঞ্জুর করেন এ দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী সাবেক চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরী ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়। ফারমার্স ব্যাংকে জালিয়াতি রোজী চিশতীকে আগাম জামিন ॥ ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) স্ত্রী রোজী চিশতীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এক জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। বাসাইল পৌরসভার নির্বাচন স্থগিত ॥ পৌরসভার সীমানা ও ভোটার তালিকা হালনাগাদ না করা সংক্রান্ত জটিলতার কারণে টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
×