ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খান জামান

সমপ্রেমীদের গান নিয়ে বব ডিলান

প্রকাশিত: ০৭:০৯, ১২ এপ্রিল ২০১৮

সমপ্রেমীদের গান নিয়ে বব ডিলান

বব ডিলন। সঙ্গীতে কাব্যিক ধারা যোগ করে সাহিত্যে পেয়েছেন নোবেল। ৭৭ বছর বয়সেও তিনি এখনও তারুন্যের কন্ঠস্বর। পাল্টে দিয়েছেন সঙ্গীত ভুবনের চালচ্চিত্র। জনপ্রিয়তা প্রশ্নাতীত। সবকিছু ছাপিয়ে তার বড় পরিচয় তিনি মানবতাবাদী। তার গান মানুষের কথা বলে, সময়ের কথা বলে। বিশ্বজুড়ে আন্দোলন, সংগ্রামে তিনি সাহসের প্রতীক। তার মতো করে, মত প্রকাশের স্বাধীনতার কথা আর কে বলেছে। তিনি যে মানুষ হয়ে, মানুষের পক্ষে গানে স্বর্গের দরজায় নক করেন। তার ব্লোয়িং ইন দ্য উই- আর দ্য টাইমস দে আর চেঞ্জিং তো পরিনত হয়েছে মানবাধিকারের পক্ষে ও যুদ্ধ বিরোধী অন্দোলনের এ্যান্থমে। আর লাইক অ্যা রোলিং স্টোন তো মূলধারার সঙ্গীতে ইতিহাস। তাকে নিয়ে আগাম কিছু বলা অবশ্য মুশকিল। নিজের মর্জির বাদশা তিনি নিজে। এই বব ডিলনের নতুন সিদ্ধান্ত চমকে দিয়েছে অনেককেই। এবার সমকামীদের জণ্য গাইলেন তিনি। ‘ইউনিভার্সাল লাভ’ শিরোনামে একটি সেম-সেক্স ওয়েডিং সং-এর কম্পাইলেশনে ‘গে-লাভ’ নিয়ে গান গাইলেন বব ডিলান। সেই কম্পাইলেশনে আরও যারা গান গেয়েছেন তারা হলেন- কেশা, সেন্ট ভিনসেন্ট এবং ব্লক পার্টির কেলে ওকেরেকে। তারা প্রত্যেকেই ক্ল্যাসিক লাভ সংকে নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন ভাষায় গাইলেন। যাতে প্রতিটি গান সেম-সেক্স প্রেমিকের কণ্ঠস্বর হয়ে ওঠে। ‘ইউনিভার্সাল লাভ’ শুরু হচ্ছে ৭৬ বছর বয়সী ডিলানের ১৯২৯ সালের আমেরিকান সং-বুক ক্ল্যাসিক ‘সি ইজ ফানি দ্যাট ওয়ে’র আদলে ‘হি ইজ ফানি দ্যাট ওয়ে’ দিয়ে। এই এ্যালবামের কম্পাইলেশন প্রোডিউসার রব কাপলান বলেছেন এই প্রজেক্টের কথা শুনে ডিলান খুবই উৎসাহ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন তিনি অবশ্যই এই এ্যালবামে গাইবেন। এমনকী তার এমন একটি গানের ভাবনাও তার মনের মধ্যে রয়েছে। এই কম্পাইলেশনে জায়গা পেয়েছে সেন্ট ভিনসেন্টের গাওয়া গান, তিনি ‘দেন হি কিসড মি’-এর আদলে গেয়েছেন ‘দেন শি কিসড মি’। কেশা গেয়েছেন জেনিস জাপলিনের গাওয়া ‘আই নিড আ ম্যান টু লাভ’-গানের শব্দগুলো ওলট -পালট করে। কেশা বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরেই আমি বলে আসছি আমি বিয়ে ততক্ষণ করছি না, যতক্ষণ পর্যন্ত না দুটি মানুষ আইনগতভাবে বিয়ে করতে পারবে।’ কেলে ওকেরেকে গাইলেন ‘দ্য টেম্পটেশনস’-এর ‘মাই গার্ল’-এর আদলে ‘মাই গাই’। ‘ইউনিভার্সাল লাভ : ওয়েডিং সংস রি -ইম্যাজিনড’ হলো এমজিএম রিসর্টস ইন্টারন্যাশনালের একটি প্রজেক্ট। এই প্রজেক্ট এলজিবিটিকিউ কাপলদের ওয়েডিং বিজনেসের সহায়তা দিয়ে থাকে। এই কম্পাইলেশনের কে কী গান গাইবেন সে ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন সংস্থার এক্সিকিউটিভ প্রোডিউসার রব কাপলান।
×