ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবি অধ্যাপক রেজাউল হত্যা মামলার রায় ৮ মে

প্রকাশিত: ০৭:০৫, ১২ এপ্রিল ২০১৮

রাবি অধ্যাপক রেজাউল হত্যা মামলার রায় ৮ মে

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ৮ মে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার বুধবার দুপুরে রায় ঘোষণার এই দিন ঠিক করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত সোমবার থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বুধবার যুক্তিতর্ক শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য আগামী ৮ মে দিন ধার্য করেন। মামলায় মোট ৩২ সাক্ষীর মধ্যে আদালত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। এন্তাজুল হক বাবুর দাবি, এ হত্যাকা-ের সঙ্গে জীবিত এবং মৃত আসামিদের সম্পৃক্ততা তিনি প্রমাণ করতে পেরেছেন। রায়ে জীবিত আসামিদের সবার সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন তিনি। উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় অধ্যাপক ড. রেজাউল করিমকে। ওসমানী বিমানবন্দরে বিদেশী মুদ্রাসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ জফর উদ্দিন নামের এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে। বাংলাদেশী মুদ্রামানে জব্দ করা টাকার পরিমাণ দাঁড়ায় এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। বুধবার বিকাল ৪টার দিকে দুবাইগামী ওই যাত্রীকে আটক করে ওসমানী বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দারা। জব্দ করা বিদেশীমুদ্রাগুলো হচ্ছে পাউন্ড, দিরহাম এবং রিয়াল। জফর উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ জাঙ্গাইলের নুরুজ্জামানের ছেলে। ওসমানী বিমানবন্দর শুল্ক গোয়েন্দার সহকারি কমিশনার মোহাম্মদ আলী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জফর উদ্দিনের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ব্রিটিশ পাউন্ড, দুবাইয়ের দিরহাম এবং সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। তার লাগেজে কচুর লতি ও কাঁচা পানের মধ্যে লুকিয়ে এসব মুদ্রা পাচার করা হচ্ছিল।
×