ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক হালি ইলিশ বিক্রি হলো ২৭ হাজার টাকায়

প্রকাশিত: ০৭:০৩, ১২ এপ্রিল ২০১৮

এক হালি ইলিশ বিক্রি হলো ২৭ হাজার টাকায়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পহেলা বৈশাখ উপলক্ষে বুধবার লৌহজং উপজেলার পদ্মা পারের মাওয়া মৎস্য আড়তে প্রচুর ইলিশের আমদানি হয়। তবে ইলিশের আমদানি বাড়লেও ক্রেতার সংখ্য ছিল কম। আবার ইলিশের দামও ছিল আকাশ ছোঁয়া। বুধবার ভোরে মাওয়া মৎস্য আড়তে গিয়ে দেখা যায়, প্রচুর বড় বড় ইলিশ রয়েছে জেলেদের ডালিতে। ভোর রাতেই জেলেরা এসব ইলিশ পাইকারী দরে বিক্র করে গেছে স্থানীয় জেলেদের কাছে। তারা অধিক মূল্যের আশার ডালিতে ইলিশ সাজিয়ে বসে আছে ক্রেতার আশায়। কিন্তু ক্রেতার সংখ্যা ছিল কম। মৎস্যজীবী স্বপন চন্দ্র দাস জানান, তিনি দেড় থেকে পৌনে দুই কেজির এক হালি ইলিশ বিক্রি করেছেন ২৭ হাজার টাকার। ঢাকার এক ক্রেতা সকালে তার কাছ থেকে এ ইলিশ কিনে নেন। নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে তাই ইলিশের দাম একটু বেশি।
×