ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি

সভাপতি হালিম ফরিদ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০৭:১৩, ১১ এপ্রিল ২০১৮

সভাপতি হালিম ফরিদ সম্পাদক নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ এপ্রিল ॥ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতির পদসহ পাঁচটি পদে বিএনপি এবং সাধারণ সম্পাদকের পদসহ সাতটি পদে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি পদে আব্দুল হালিম, সহ-সভাপতি দু’টি পদের একটি পদে মকদুম সাব্বির, কোষাধ্যক্ষ মামুন আলম, সদস্য পদে রাহাত জামিল, এনায়েতুর রহমান এবং আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ, সহ-সভাপতি এটিএম নাজমুল হুদা, সহ-সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান মিলার, পাঠাগার সম্পাদক জাকিয়া সুলতানা, বিশ্রামাগার ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম, সদস্য পদে শেখর কুমার রায়, আবু সায়েম জয়লাভ করেছেন। নেত্রকোনায় হত্যা মামলায় বখাটের মৃত্যুদণ্ড নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ এপ্রিল ॥ উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাবাকে হত্যার দায়ে মানিক মিয়া নামে এক বখাটে যুবককে মৃত্যুদ- দিয়েছে আদালত। এ ছাড়া অপর চারজনকে তিন বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মঙ্গলবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত মানিক মিয়ার বাড়ি সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদহাটি গ্রামে। অপরদিকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলো: একই গ্রামের ওয়াহেদ আলী, মর্তুজ আলী, ইয়াদ আলী ও ছোয়াব আলী।
×