ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ল্যাবরেটরিতে তৈরি হলো মস্তিষ্ক

প্রকাশিত: ০৬:০৬, ১১ এপ্রিল ২০১৮

ল্যাবরেটরিতে তৈরি হলো মস্তিষ্ক

বিশ্বে প্রথমবার ল্যাবরেটরিতে তৈরি হলো মানব মস্তিষ্ক। মানুষের তৈরি এই মানব মস্তিষ্কে রয়েছে রক্ত বাহকও। তবে এর আকার খুব অল্প। মাত্র এক মিলিমিটার। একটি ইঁদুরের মধ্যে ২ সপ্তাহ ধরে এই মস্তিষ্ক রাখা হয়েছিল। এই সাফল্যের ফলে বিজ্ঞানীরা ভবিষ্যতে বড় মানব মস্তিষ্ক তৈরি করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি মস্তিষ্কে কোনও সমস্যা হলে তাও সমাধান করা যাবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণা করেন। ডক্টর বেন ওয়ালদেউয়ের গবেষণা থেকে উৎসাহিত হয়ে এই গবেষণায় হাত দেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ব্রেনের স্টাডি করার সময় গবেষকরা গবেষণাগারে তৈরি করা স্টেম সেল ব্যবহার করেন। তারা জানিয়েছেন, রোগীদের ব্রেনে কখনও কখনও ধমনী আটকে যায়। ফলে দেহের অন্যান্য অঙ্গে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু এই গবেষণার ফলে মস্তিষ্কের একটি আইডিয়া পাওয়া গিয়েছে। ফলে রোগীর নিজের দেহের কোষ দিয়ে মস্তিষ্কের যে অংশে সমস্যা হয়েছে, সেটির সমাধান করা যেতে পারে। অনেক সময় সিটি স্ক্যানে দেখা যায়, ব্রেনে এমন এক জায়গায় সমস্যা রয়েছে, যা কোনভাবেই সমাধান করা যাচ্ছে না। কিন্তু নতুন এই গবেষণায় সাফল্যের পর এমন সমস্যা সমাধান করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এর ফলে পক্ষাঘাত, মস্তিষ্কের দুর্বলতা ও মস্তিষ্কের অসাড় অবস্থা থেকেও বেরিয়ে আসা সম্ভব। এমনকি ব্রেনের অস্ত্রোপচারের পর কোনও সমস্যা দেখা দিলে তা নিরাময় করা সম্ভব বলেও জানান গবেষকরা। কৃত্রিম ব্রেন বসানোর পর সেই ইঁদুরটি এখন বেঁচে রয়েছে। পাশাপাশি, সেই কৃত্রিম ব্র্রেন নিজস্ব রক্তপ্রবাহ তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে মানব শরীরের জন্যও যে এই গবেষণা ফলদায়ক হবে তা নিয়ে এক প্রকার নিশ্চিত গবেষকরা। -ম্যাশএবল
×