ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গুগল গবেষক দলের আবিষ্কার

রেটিনা দেখেই হার্ট এ্যাটাকের পূর্বাভাস

প্রকাশিত: ০৫:১৯, ১১ এপ্রিল ২০১৮

রেটিনা দেখেই হার্ট এ্যাটাকের পূর্বাভাস

হার্ট এ্যাটাক কত দিনের মধ্যে হতে পারে তা বলতে পারার কাজটি এখনও আয়ত্তের বাইরে আছে। তবে এবার তার পূর্বাভাস দেয়া সম্ভব হবে তাও আবার পাঁচ বছর আগেই বলে জানিয়েছেন গুগলের গবেষক দল। তারা জানাচ্ছেন, হার্ট এ্যাটাক হবে কিনা, হার্টের ভালভে কোন ফুটো আছে কিনা বা আগামী দিনে তেমন কিছু হওয়ার সম্ভাবনা কতটা এবং তা কতটা ম্যাসিভ হতে পারে সেটাও অনেক আগেই বোঝা যাবে। এজন্য কোন এক্সরে করতে হবে না, ডপলার সাউন্ড এফেক্টের মাধ্যমেও বোঝার চেষ্টা করতে হবে না বরং চোখ দেখে, রেটিনার চেহারা, চরিত্র, আচার-আচরণ দেখেই এবার আগেই তার পূর্বাভাস দেয়া সম্ভব হবে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে গুগল সদর দফতরের গবেষকরা অভিনব এক পদ্ধতি আবিষ্কার করেছেন। আট সদস্যের গবেষক দলের প্রধান হচ্ছেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স লি পেঙ। গবেষণাপত্রটি ‘নেচার-বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং’ নামে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে ‘প্রেডিকশান অব কার্ডিওভাসকুলার রিস্ক ফ্যাক্টস ফ্রম রেটিনাল ফান্ডাস ফটোগ্রাফস ভায়া ডিপ লার্নিং’ শিরোনামে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, হার্ট এ্যাটাকের পূর্বাভাস দেয়া সম্ভব হবে একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের মাধ্যমে। গবেষক দলের এক সদস্য জানিয়েছেন, রেটিনা পরীক্ষা করা হয় যে রোগগুলো শরীরে বাসা বেঁধে ফেলেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে বা সেই সব রোগ কতটা গ্রাস করেছে রোগীকে তা বুঝতে। আমাদের বানানো সফটওয়্যারের মাধ্যমে এই প্রথম রেটিনা দেখে হার্ট এ্যাটাকের পূর্বাভাস দেয়া যাবে। লি পেঙ বলেন, দুই লাখ ৮৪ হাজার ৩৩৫ জন রোগীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট গাণিতিক ফর্মুলা বা এ্যালগারিদম তৈরি করা হয়েছে। সেখানে রেটিনার ছবি বিশ্লেষণ করা হবে। সেই সব তথ্য দিয়েই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটি বানানো হয়েছে। তা প্রয়োগ করে দেখা গেছে, ১২ হাজার ২৬ জনকে পূর্বাভাস দেয়া হয়েছিল হার্ট এ্যাটাকের। পাঁচ বছরের মধ্যে তাদের মধ্যে নয় শ’ জনের হার্ট এ্যাটাক হয়েছে। তবে এক্ষেত্রে তারা চোখের একটি রেটিনা পরীক্ষা করে দেখেছিলেন। আর দুটি চোখের রেটিনা পরীক্ষা করে পূর্বাভাস যাদের দেয়া হয়েছিল তাদের ৭০ শতাংশেরই পাঁচ বছরের মধ্যে বড় ধরনের হার্ট এ্যাটাক হয়েছে। পূর্বাভাস বেশি মিলেছে রেটিনা পরীক্ষার পর গড়ে তিন দশমিক দুই ছয় বছরের মধ্যে। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে পূর্বাভাস ৭১ শতাংশ মিলেছে। - ইউএসএ টুডে ও ভার্জ
×