ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাহাঙ্গীর আলম গাজীপুরে, আব্দুল খালেক খুলনায় নৌকার প্রার্থী

প্রকাশিত: ০৭:৪০, ৯ এপ্রিল ২০১৮

জাহাঙ্গীর আলম গাজীপুরে, আব্দুল খালেক খুলনায় নৌকার প্রার্থী

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একক মেয়র প্রার্র্থী চূড়ান্ত করা হয়েছে। গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং খুলনায় মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবনে দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। গাজীপুরের ১০ জন এবং খুলনার ৭ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অনেক দিন পর নৌকা ও ধানের শীষের এই লড়াইকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার মধ্যে আওয়ামী লীগ চুলচেরা বিশ্লেষণ করে উল্লেখিত দুই জনকে মনোনয়ন দিয়েছে। সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার নির্দেশ দেন। এ সময় বৈঠকে অন্যান্য নেতারা বলেন, দলের নির্দেশ অমান্যকারীদের এবার আর কোন ছাড় নয়। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনে আগামী নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৫ মে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ এপ্রিল। ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। খুলনায় খালেককে আওয়ামী লীগ মনোনয়ন দিতে পারে, এটা আগে থেকেই ধারণা ছিল। তবে তিনি মনোনয়ন ফরম তোলেননি। কিন্তু তাকেও আওয়ামী লীগ ডাকে। সব মিলিয়ে খুলনায় সাত জন এবং গাজীপুরের ১০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাতকার নেয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
×