ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদ অধিবেশন শুরু কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ পারে এবং কেউ দাবায়ে রাখতে পারবে না

প্রকাশিত: ০৫:৪২, ৯ এপ্রিল ২০১৮

বাংলাদেশ পারে এবং কেউ  দাবায়ে রাখতে পারবে না

বিশেষ প্রতিনিধি ॥ শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন, যা এ বছরের দ্বিতীয় অধিবেশন। শুরু হওয়া নিয়ম রক্ষার এ অধিবেশন হবে সংক্ষিপ্ত, চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। অধিবেশন শুরুর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। সংসদের শুরুতেই নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের শুরুতেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় কমিটির পক্ষ থেকে স্পীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সকলেই এই অভিনন্দন পাওয়ার যোগ্য, বিশেষ করে এ অর্জন বাংলাদেশের জনগণের। তিনি বলেন, বাংলাদেশ পারে এবং কেউ দাবায়ে রাখতে পারবে না। কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের রবিবার বিকেল পাঁচটায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পীকার সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পরে স্পীকার চলতি অধিবেশনের সভাপতিম-লী মনোনয়ন দেন। স্পীকার বা ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে সভাপতিম-লীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিম-লীর সদস্যরা হলেন- ড. আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আবদুল মজিদ খান, জিয়াউল হক মৃধা ও নাভানা আক্তার। এরপর স্পীকার সাবেক সংসদ সদস্য এম মতিউর রহমান, আমান উল্লাহ খান, মোহাম্মদ ইউসুফ, সরফুদ্দিন আহমেদ ঝন্টু, আবদুর রব চৌধুরী, মোঃ মোজাহার আলী প্রধান, একেএম খায়রুজ্জামান এবং খন্দকার মফিজুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলাতুল নেসা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মাতা সায়েরা খাতুন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ছৈয়দুর রহমান, কথাসাহিত্যিক শওকত আলী, ভাষাসৈনিক গাজী শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা কাঁকন বিবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন এবং কণ্ঠশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া সংসদে নেপালে বিমান বিধ্বস্ত, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত বাংলাদেশী সেনা সদস্য, রাশিয়ার শপিংমলে অগ্নিকা- এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রকাশ করা হয়। পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য ফরিদুল হক খাঁন। সংসদ চলবে মাত্র পাঁচ দিন ॥ সংসদের শুরু হওয়া অধিবেশন আগামী ১২ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ে থেকে জানানো হয়, প্রতিদিন বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পীকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। বৈঠকের শুরুতেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কমিটির পক্ষ থেকে স্পীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুছেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সকলেই এই অভিনন্দন পাওয়ার যোগ্য, বিশেষ করে এ অর্জন বাংলাদেশের জনগণের। তিনি বলেন, বাংলাদেশ পারে এবং কেউ দাবায়ে রাখতে পারবে না। বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, চীফ হুইপ আ স ম ফিরোজ, জাসদের মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক অংশগ্রহণ করেন। সংসদের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন।
×