ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতিকে লাল কার্ড

প্রকাশিত: ০৪:৩৮, ৯ এপ্রিল ২০১৮

দুর্নীতিকে লাল কার্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৮ এপ্রিল ॥ কুমারখালীতে মাদক, দুর্নীতি, যৌন হয়রানি, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকলের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনসহ শপথ গ্রহণ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ এই প্রতিরোধ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, কুমারখালী পৌর সভার মেয়র সামছুজ্জামান অরুন, প্রধান শিক্ষক মখলেছুর রহমান, কবি ও নাট্যকার লিটন আব্বাস ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শনসহ নিজেরা কখনও মাদক, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকলের প্রতি আসক্ত হবে না মর্মে শপথ গ্রহণ করে।
×