ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সন্ত্রাসী হামলা, লুট

প্রকাশিত: ০৪:৩৪, ৯ এপ্রিল ২০১৮

রাজশাহীতে সন্ত্রাসী  হামলা, লুট

স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহী নগরীর সাহেববাজার গুড়পট্টি এলাকায় এক নারীর দোকানে দিনদুপুরে হামলা চালিয়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পিটারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দল শনিবার এ ঘটনা ঘটলেও অজ্ঞাতকারণে মামলা নিচ্ছে না বোয়ালিয়া থানা পুলিশ। রবিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী নারী রওশন আরা বেগম। এ সময় মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার দুই মেয়ে নাজনিন আহমেদ ও নাসরিন আকতার ইতি। সংবাদ সম্মেলনে বলা হয়, রওশন আরা বেগমের পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে সাহেববাজার গুড়পট্টি এলাকায় একটি দোকানের পজিসন কিনে গুড়ের ব্যবসা করছেন। স্বামী মারা যাওয়ার পর এই দোকানটিকে সম্বল করে তিনি তার সন্তানদের বড় করেন। হঠাৎ করেই কিছুদিন ধরে স্থানীয় মোজাম্মেলের ভাগ্নে নগরীর টিকাপড়া এলাকার পিটার ৫ লাখ টাকার চাঁদা দাবি করে আসছিল। এর জের ধরে গত শনিবার দুপুরে পিটার, আমানউল্লাহ ও এমরানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দোকানে হামলা চালিয়ে ভাংচুর লুটপাটের চেষ্টা করে। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে রওশন আরা বেগম ও তার মেয়েদের শ্লীলতাহানি করে এবং মেজো মেয়ে নাসরিন আকতার ইতি ও ছোট মেয়ে নাজনিন আহমেদ বাঁশ, কাঠের টুল দিয়ে পিটিয়ে আহত করে।
×