ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে ‘বিজলী’

প্রকাশিত: ০৬:৫১, ৮ এপ্রিল ২০১৮

মুক্তি পাচ্ছে ‘বিজলী’

স্টাফ রিপোর্টার ॥ অভিনেত্রী হিসেবে অনেক আগেই দর্শক মাতিয়েছেন চিত্রনায়িকা ববি। এবার তিনি হাজির হচ্ছেন প্রযোজক হিসেবে। আসছে ১৩ এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে ববি প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘বিজলী’। ইফতেখার চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রটি শতাধিক হলে মুক্তি পাবে। এতে সুপার হিরোইন চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা ববিকে। তার বিপরীতে রয়েছে কলকাতার নায়ক রণবীর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। বিজলী ক্যাবলস নিবেদিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কলকাতার শতাব্দী রায়, এপারের জাহিদ হাসানসহ আরও অনেকেই। এই চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক ঘটছে ববির। তার প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টারই চলচ্চিত্রটি পরিবেশনা করছে। ‘বিজলী’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে সোনারগাঁও হোটেলে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, মিশা সওদাগরসহ অন্য তারকারা। এদিন ছিল আবদুল আজিজের জন্মদিন। অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। সেই তালিকায় ছিলেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। এরপর ‘বিজলী’ চলচ্চিত্রের জন্য শুভকামনা জানাতে গিয়ে মিশা সওদাগর অনুরোধ করলেন আব্দুল আজিজ যেন আবার সব দ্বন্দ্ব ভুলে বিএফডিসিতে ফিরে আসেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, আব্দুল আজিজ ভাই, আপনি আপাদমস্তক চলচ্চিত্রের মানুষ। আপনার হাত ধরে এ দেশে ডিজিটাল চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছে। এতবড় কাজ করলেন আপনি। অথচ বিএফডিসির মূলধারার মানুষের সঙ্গে অভিমান করে বসে থাকবেন এটা হতে পারে না। আমি বিশ্বাস করি আপনি দেশপ্রেমিক। সেই প্রমাণ আপনাকে দিতে হবে।
×