ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা এখনও নেই ॥ ইসি সচিব

প্রকাশিত: ০৬:২৫, ৮ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা এখনও নেই ॥ ইসি সচিব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। বিজিবি অবশ্যই থাকবে। সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা এখনও নেই আমাদের। লোকাল গবর্নমেন্ট ইলেকশনগুলোতে সেনাবাহিনী সাধারণভাবে মোতায়েন করা হয় না। তিনি শনিবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। এ সময় তার সঙ্গে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হেলালুদ্দীন বলেন, ‘আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে ইভিএম ব্যবহার করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। তার পাশাপাশি কিছু কিছু কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। আমরা যেন নির্বাচন কমিশন ভবন থেকেই নির্বাচনী তৎপরতাগুলো দেখতে পারি, এজন্য পদক্ষেপ গ্রহণ করেছি।
×