ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক বছরের শিশুর মুক্তিপণ ১২ লাখ টাকা

প্রকাশিত: ০৪:৩৪, ৮ এপ্রিল ২০১৮

এক বছরের শিশুর মুক্তিপণ ১২ লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ এপ্রিল ॥ আশুলিয়ার মধুপুর এলাকা থেকে রায়হান নামে এক বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সময় মতো টাকা না দিলে শিশুটির করুণ পরিণতি হবে বলে হুমকি দিয়েছে অপহরণকারীরা। এতে ওই শিশুটির পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। রায়হানের বাবা আবু তাহের জানান, ৫ এপ্রিল সকালে তাদের ভাড়াটিয়া গোলাপী আক্তারসহ দুর্বৃত্তরা রায়হানকে অপহরণ করে নিয়ে যায়। পরে গোলাপী মোবাইল ফোনে জানায় যে, রায়হান তার (গোলাপী) হেফাজতে রয়েছে। তাকে পেতে হলে ১২ লাখ টাকা নিয়ে যমুনা ব্রিজের কাছে আস। রায়হানের মা রুমানা জানান, গোলাপী তার দুই ছেলে রানা ও রবিনকে নিয়ে মার্চ মাসের শেষের দিকে তাদের বাড়িতে ভাড়া আসে। গোলাপী নওগাঁর আত্রাই থানার বাসিন্দা। এ ঘটনায় তারা বর্তমানে চরম আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছেন। মাদারীপুরে যুবলীগের সভাপতি আতাহার সম্পাদক রুবেল নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৭ এপ্রিল ॥ মাদারীপুরে আওয়ামী যুবলীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আতাহার সরদারকে সভাপতি ও সাইফুর রহমান রুবেল খানকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। শনিবার বিকেলে শহরের লেকেরপাড়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। মাদারীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী নুর-ই আলম চৌধুরী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমসহ জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে আসা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। সম্মেলন শেষে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
×