ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ শতাংশ

প্রকাশিত: ০৪:১৭, ৮ এপ্রিল ২০১৮

ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে দীর্ঘ পতনের পর কিছুটা উত্থানে ফিরেছে। বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে চার কার্যদিবস সূচক বেড়েছে। সার্বিকভাবে বিদায়ী সপ্তাহে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে, বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং হাত বদল হওয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। জানা গেছে, বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭১৪ কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৭৮৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৪৩০ কোটি ৯২ লাখ ১৪ হাজার ৭০০ টাকা বা ১১১.৪৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৮৫ টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২০৩ কোটি ৫৪ লাখ ১৪ হাজার ৪২৯ টাকা। যা আগের সপ্তাহ থেকে ৯৮ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৬১৪ টাকা বা ৯৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ১০৫ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৮১৫ টাকার। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪৩.৭৫ পয়েন্ট বা ৪.৩৫ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮৮.৫১ পয়েন্ট বা ৪.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৯৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৪১.৮৯ পয়েন্ট বা ৩.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৬ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০২ পয়েন্ট বা ৪.৬৬ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৬১ পয়েন্ট ৪.৭৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ৬৮৪ পয়েন্ট বা ৪.৩১ শতাংশ, সিএসসিএক্স ৪৮৮ পয়েন্ট বা ৪.৬৯ শতাংশ এবং সিএসআই ৪৭ পয়েন্ট বা ৪.০২ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৪, ১৬৫৫৯, ১০৮৯১ ও ১২১৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯৪টির বা ৮৬ শতাংশের, কমেছে ৩৩টির বা ১০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩টির বা ৪ শতাংশের। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪২টির বা ৮৫ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৮টির বা ১৩ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ২ শতাংশের।
×