ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএনপির সমাবেশ আজ ॥ উত্তেজনা

প্রকাশিত: ০৫:১২, ৭ এপ্রিল ২০১৮

বরিশালে বিএনপির  সমাবেশ আজ ॥  উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে আজ শনিবার বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি নেতারা। বিএনপির বিভাগীয় সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দেয়ার অংশ হিসেবে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার অভিযানে নেমেছে। এরইমধ্যে নগরী থেকে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। অন্য নেতাকর্মীদের বাসায় গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, কোন অভিযানই বিএনপির বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপির বিভাগীয় সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিলকিস আক্তার জাহান শিরিন জানান, আমরা প্রথমে নগরীর কালেক্টরেট পুকুরপাড় ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের মধ্যে যে কোন একটি ভেন্যুতে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। তবে জনদুর্ভোগের দোহাই দিয়ে অনুমতি দিতে অনীহা প্রকাশ করে পুলিশ। পরবর্তীতে জিলা স্কুল মাঠের জন্য অনুমতি চাওয়া হলে তাও ফিরিয়ে দিয়েছে নগর পুলিশের কর্মকর্তারা। তারা বলছেন, বরিশাল নগরীর বাইরে সমাবেশ করতে। তবে সেটা আমরা মানছি না। নগরীর সদর রোডের একাধিক ব্যবসায়ীরা জানান, বিএনপির সমাবেশকে ঘিরে নগরী জুড়ে থমথমে আতঙ্ক বিরাজ করায় শনিবার সকালে তারা দোকানপাট খুলবেন না। পরিস্থিতি বুঝে তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলবেন। বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন বলেন, হয়রানির উদ্দেশে বিএনপির কোন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়নি। যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিয়মিত মামলার আসামি। অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, সমাবেশের জন্য যারা এসেছিলেন তাদের জানিয়ে দেয়া হয়েছে নগরীর মধ্যে বড় সমাবেশ করলে জনভোগান্তি বাড়বে এবং চলতি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কষ্টকর হবে। তাই নগরী থেকে বাইরে সমাবেশ স্থলের জন্য তাদের বলা হয়েছে।
×