ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৪:৩৯, ৬ এপ্রিল ২০১৮

ভোলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার  দাবি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ মার্চ ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বহুল আলোচিত স্কুল রুমে সংখ্যালঘু শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে শিক্ষক-শিক্ষিকারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বৃহস্পতিরবার বেলা ১১টায় প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা থেকে মিছিল নিয়ে মনপুরা প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘এনামের শাস্তি চাই’ ‘শিক্ষক নির্যাতনকারী এনামের বিচার চাই’ ‘শিক্ষক নির্যাতনকারী এনামকে গ্রেফতার কর’ ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা চাই’ সংবলিত ব্যানার, প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এই সময় শিক্ষক নেতারা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। স্কুল শিক্ষিকা জানান, গত ৩১ মার্চ সকাল সাড়ে ৯টার সময় মনপুরার হারিচ রোকেয়া বিদ্যালয়ের লাইব্রেরি রুমে অবস্থান করছিলেন সহকারী শিক্ষিকা। এ সময় ছাত্রলীগ নেতা এনাম হাওলাদার লাইব্রেরিতে প্রবেশ করে শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ করেন। এক পর্যায়ে সে রুমের দরজা বন্ধ করে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিক্ষিকার ডাক চিৎকার শুনে একজন বৃদ্ধ এসে শিক্ষিকাকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারের বাড়ি বাড়ি দক্ষিণ সাকুচিয়া সিরাজগঞ্জ বাজারের পূর্ব দক্ষিণ দিকে। কিন্তু তিনি বাড়ি থাকত না। গত প্রায় ২ বছর ধরে ওই স্কুলের ছাদের চিলিকোঠায় প্রভাব খাটিয়ে দখল করে বসবাস করত। স্কুলের প্রধান শিক্ষিক তাকে বিদ্যালয় থেকে চলে যাওয়ার জন্য বললেও সে যায়নি। এ নিয়ে তিনি এলাকার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে জানালে উল্টো প্রধান শিক্ষকের উপর চাপ আসত। স্কুলের চাবি শিক্ষকরা তার কাছে দিতে বাধ্য হয়। তা না হলে স্কুলে ভাংচুর চালাত সে। ধর্ষণের চেষ্টার ঘটনার পর গত ৩ দিন আগে কর্তৃপক্ষ ওই স্কুলের ওই রুমটি উদ্ধার করে। এদিকে মানববন্ধনে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম বলেন, ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন এনাম হাওলাদারকে গ্রেফতার করতে না করলে আরও কঠিন কর্মসূচী দেবেন তারা।
×