ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাহাজ নির্মাণ শিল্পে বিশেষ সুবিধা

প্রকাশিত: ০৫:৪৫, ৫ এপ্রিল ২০১৮

জাহাজ নির্মাণ শিল্পে বিশেষ সুবিধা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার বিশেষ সুবিধা দেয়া হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পে। এ খাতে ব্যাংকের প্রদত্ত ঋণ শূন্য ডাউনপেমেন্টে দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ এবং সুদহার সহজ ও নমনীয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়মিতভাবে জাহাজ নির্মাণ ও রফতানিতে নিয়োজিত শিপইয়ার্ডগুলোর তারল্য সঙ্কট মোকাবেলায় এই সুবিধা দেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে প্রদেয় উচ্চ সুদের হার কমানো এবং দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ দিয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সহায়তা প্রদানের বিষয়ে গত ৩ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো- নিয়মিতভাবে জাহাজ নির্মাণ ও রফতানিতে নিয়োজিত শিপইয়ার্ডগুলোর আবেদন সাপেক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রদত্ত সকল প্রকার মূলধন ঋণের সুদাসল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক হিসাবায়ন করে ডাউনপেমেন্ট গ্রহণ না করেই ৩ বছরের মরেটরিয়াম সময় মঞ্জুরসহ পরবর্তী ১০ বছরে ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের লক্ষ্যে পৃথক ব্লক এ্যাকাউন্ট সৃষ্টি করা যেতে পারে। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত ঋণের সুদবাহী পুনঃতফসিলীকরণ দায়সমূহ এ সুবিধার আওতায় পরিশোধযোগ্য হবে বলে বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ খাতে সৃষ্ট ব্লক এ্যাকাউন্ট সুদবাহী হিসেবে গণ্য করা যেতে পারে। তবে সুদের হার সহজ ও নমনীয় হওয়া বাঞ্ছনীয়।
×