ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফারমার্স ব্যাংকের ১৭ কর্মকর্তার দেশত্যাগ বন্ধে দুদকের চিঠি

প্রকাশিত: ০৬:০৫, ৪ এপ্রিল ২০১৮

ফারমার্স ব্যাংকের ১৭ কর্মকর্তার দেশত্যাগ বন্ধে দুদকের চিঠি

স্টাফ রিপোর্টার ॥ ফারমার্স ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় সপরিবারে দেশত্যাগ করে পালিয়ে যেতে পারে আশঙ্কায় ব্যাংকটির উর্ধতন কর্মকর্তাসহ ১৭ জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়ে স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক শামসুল আলমের সই করা চিঠি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ফারমার্স ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার কর্মকর্তা ও গ্রাহকগণ পরস্পর যোগসাজশে ব্যাংকিং নিয়মাচার লঙ্ঘন করে জাল জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত ও উক্ত অর্থের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমন তথ্যে অনুসন্ধানের স্বার্থে ১৭ জনকে বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে চিঠিতে। অভিযুক্ত ১৭ জন হলেন- ফারমার্স ব্যাংকের অডিট কমিটির প্রাক্তন চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), তার স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, মেয়ে রিমি চিশতী, মাজেদুল হক চিশতী, রাশেদুল হক চিশতীর স্ত্রী ফারহানা আহমেদ, ফারমার্স ব্যাংকের এমডি এ্যান্ড সিইও এ কে এম শামীম, ডিএমডি আব্দুল মোতালেব পাটোয়ারী, ব্যাংকের এসইভিপি গাজী সালাহ্উদ্দিন, ইভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, এসভিপি জিয়া উদ্দিন আহমেদ, ভিপি লুৎফুল হক, ভিপি মোঃ মনিরুল হক, এফভিপি মোঃ তাফাজ্জল হোসেন, এভিপি মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, এইও মাহবুব আহমেদ ও ইও মোহাম্মদ জাকির হোসেন।
×