ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টায় শেষ

বাংলা নববর্ষের অনুষ্ঠান চলবে বিকেল ৫টা পর্যন্ত

প্রকাশিত: ০৫:৫৪, ৪ এপ্রিল ২০১৮

বাংলা নববর্ষের অনুষ্ঠান চলবে বিকেল ৫টা পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নববর্ষের দিন রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে রবীন্দ্র সরোবরে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মঙ্গলবার সচিবালয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভুভুজেলা বাজানো যাবে না, মুখোশ হাতে রেখে শোভাযাত্রায় অংশ নিতে হবে। ইভটিজিং রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি জানান, পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানটি রমনার বটমূলে করবে ছায়ানট। এছাড়া রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও টিএসসির অনুষ্ঠান অবশ্যই ৫টার মধ্যে শেষ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধু রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। আমরা সেখানে নিরাপত্তা জোরদার করব। সার্চলাইট স্থাপন করব। হাতিরঝিলে আগে যেভাবে অনুষ্ঠান চলছিল সেভাবেই চলবে। হাতিরঝিলে সব সময়ই মানুষের ঢল নামে। আমরা তো মানুষের ঢল থামাতে পারব না। আমরা বলব, অনুষ্ঠানগুলো যাতে ৫টার মধ্যেই শেষ করে দেয়। আসাদুজ্জামান খান কামাল জানান, মঙ্গল শোভাযাত্রা বের হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। দুষ্কৃতকারীরা মুখোশ ব্যবহার করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য এটি ব্যবহার করা যাবে না। ব্যানার, প্ল্যাকার্ড হিসেবে বিভিন্ন বিষয় প্রদর্শন করা হবে। রমনার বটমূলসহ সব গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যবেক্ষণ টাওয়ার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কোন হুমকি থেকে এটা করা হচ্ছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কোন হুমকি নেই। আমরা সবসময় বলছি সতর্কতা অবলম্বনের জন্য আমরা এসব ব্যবস্থা নিচ্ছি। তিনি জানান, আমরা বলছি, ৫টার পর যার যার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অনুষ্ঠান করেন, আত্মীয়-স্বজনকে সময় দেন। কিংবা ঘরের ভেতরে অনুষ্ঠান করেন, হলরুমে অনুষ্ঠান করেন। তিনি জানান, গুলশান, বনানী, উত্তরাসহ অন্য এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভুভুজেলা পথচারীদের বিরক্তির পাশাপাশি অনেক সময় ইভটিজিংয়ে ব্যবহার হয়। এজন্য ভুভুজেলা ব্যবহার বন্ধ থাকবে। দেশব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, মেলা প্রদর্শনীর মাধ্যমে বাঙালী জাতি উৎসবমুখর পরিবেশে বাংলা বর্ষকে বরণ করে নেয়। এসব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা থাকবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, বিদ্যুত বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×