ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি সম্বলিত বিলবোর্ড পুড়িয়ে ফেলার অভিযোগ

প্রকাশিত: ০৪:১১, ৩ এপ্রিল ২০১৮

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি সম্বলিত বিলবোর্ড পুড়িয়ে ফেলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ এপ্রিল ॥ রবিবার রাতে পতœীতলা উপজেলার শিহাড়া বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত আওয়ামী লীগের তিন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে টানানো বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এমপির পক্ষ নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। যারা জাতির জনকের আদর্শকে লালন করে, জননেত্রী শেখ হাসিনার অনুগত তারা এভাবে তাঁদের ছবি পোড়াতে পারে না, ঠিক এমনই মন্তব্য করে আওয়ামী লীগের ভেতরে ঘাপটি মেরে থাকা এসব স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা। ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম জানান, যারা আওয়ামী লীগকে ভালবাসে, তারা নৌকায় ভোট চাইতেই পারে। জননেত্রী শেখ হাসিনা এখানও কাউকে মনোনয়ন দেননি। কিন্তু রবিবার রাতে তার ১০/১৫টি, মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ম-লীর সদস্য বিএম আব্দুর রশিদের ১৫/২০টি, মনোনয়ন প্রত্যাশী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাহমুদ রেজা মেহেদীর ১২/১৪টি ফেস্টুন-পোস্টার-ব্যানার ছিঁড়ে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় দুই উপজেলার আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দের মধ্যে চরম উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে। তারা আরও অভিযোগ করেন, এর আগে পতœীতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নির্দেশে পতœীতলা উপজেলার বিভিন্ন ইউপির গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাঁদের ফেস্টুন ও পোস্টার নামিয়ে ফেলা হয়। আরেক মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ অভিযোগ করেন, এর আগেও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতির ছবি সম্বলিত ১৫০টি ফেস্টুন-ব্যানার পতœীতলা উপজেলা ছাত্রলীগের নেতারা নজিপুর ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
×