ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি নেয়া হয়েছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৭:১২, ২ এপ্রিল ২০১৮

এইচএসসি পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি নেয়া হয়েছে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সুষ্ঠু ও সুন্দরভাবে এইচএসসি পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে সাধ্যের মধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে সরকারের উদ্যোগের পাশাপাশি তিনি অভিভাবকসহ সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন। শিক্ষামন্ত্রী রবিবার চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইউ) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন। এসএসসি পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁসের ঝুঁকি রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মানুষের সামর্থের মধ্যে যতটুকু সম্ভব তার সবই করা হয়েছে। তবে ভাল পরীক্ষার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার গুণগতমান রক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বেসরকারী বিশ্ববিদ্যালয় পরিচালনার শর্তগুলো স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যে সব বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ক্যাম্পাসে যায়নি, যে সব বিশ্ববিদ্যালয় একাদিক ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে সে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শর্তাবলি পূরণের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা শর্ত পূরণ করেনি তারা সফল হয়নি। তিনি বলেন, শিক্ষার গুণগতমান এবং পরিবেশ অবশ্যই ঠিক রাখতে হবে। আর্থ সামাজিক অবস্থা বিচেনায় নিয়ে ভর্তি, টিউশন ফিসহ সব ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির এই সমাবর্তনে যোগ দেন শিক্ষামন্ত্রী নাহিদ। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
×