ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের মধ্যেই সব গ্রাম বিদ্যুতায়িত হবে

প্রকাশিত: ০৭:০৮, ২ এপ্রিল ২০১৮

ডিসেম্বরের  মধ্যেই সব গ্রাম বিদ্যুতায়িত  হবে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ এপ্রিল ॥ বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, সরকার চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করবে। আর আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুতায়িত করবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আনাচে-কানাচে আলোকিত হচ্ছে। আলোকিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। তিনি রবিবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুত সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলার কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে পোরশা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার বাবলু এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল হোসেন এবং স্থানীয় গাংগুড়িয়া কলেজের অধ্যক্ষ আলহাজ মনজুর মোরশেদ।
×