ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ১৪৪ ধারা

প্রকাশিত: ০৭:০০, ২ এপ্রিল ২০১৮

কিশোরগঞ্জে ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ এপ্রিল ॥ কিশোরগঞ্জে একই সময় একই স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ এলাকায় এই আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সদরের ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রবিবার বিকেল ৩টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পাশে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ ও দুই নম্বর ওয়ার্ড ছাত্রলীগ একই স্থানে সমাবেশের আয়োজন করে। সমাবেশকে ঘিরে সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন স্বাক্ষরিত ১৪৪ ধারা জারির আদেশটি মাইকিং করে জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, একই সময়ে দুটি সংগঠনের আহুত সভাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা বিদ্যমান রয়েছে। উল্লিখিত পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারী সম্পদ রক্ষা, জানমালের নিরাপত্তা বিধান এবং জনস্বার্থে কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও তৎসংলগ্ন ২০০ গজ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, স্লোগান, হট্টগোল, মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
×