ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগ ॥ আজই শিরোপা নিশ্চিত আবাহনীর?

প্রকাশিত: ০৬:৫৭, ২ এপ্রিল ২০১৮

প্রিমিয়ার ক্রিকেট লীগ ॥  আজই শিরোপা নিশ্চিত আবাহনীর?

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) শিরোপা গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হারিয়েছিল আবাহনী লিমিটেড। তবে এবার সেই শিরোপা পুনরুদ্ধারের দারুণ সুযোগ অন্যতম ফেবারিট এ ঐতিহ্যবাহী দলটির। রবিন লীগ শেষে শীর্ষস্থানে থাকা আবাহনী সুপার লীগে খেলা ৩ ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়ে এই মুহূর্তে ২০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে তারা। আজ সুপার লীগে নিজেদের চতুর্থ ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হতে পারে আবাহনী এক ম্যাচ হাতে রেখেই। তবে সেক্ষেত্রে তাদের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানম‍ন্ডি ক্লাবকে আজ তাদের ম্যাচে হারতে হবে। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১৮ করে। আর দুটি করে ম্যাচ বাকি প্রিমিয়ার লীগের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনী মুখোমুখি হবে খেলাঘরের। প্রথমবার সুপার লীগে ওঠা খেলাঘর এই রাউন্ডে কোন ম্যাচই জিততে পারেনি। অপরদিকে আবাহনী আছে দুর্দান্ত ফর্মে। আজ খেলাঘরকে হারাতে পারলে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে তারা। ফতুল্লায় রূপগঞ্জ মুখোমুখি হবে গত আসরের শিরোপাধারী গাজীর। যদি রূপগঞ্জ পরাজিত হয় সেক্ষেত্রে তাদের শিরোপার আশা শেষ হয়ে যাবে। এমনকি বিকেএসপির ৩ নম্বর মাঠে গত আসরের রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে শেখ জামাল হারলে তারাও ছিটকে যাবে শিরোপা লড়াই থেকে। অর্থাৎ এ দুই দলের পরাজয় আর আবাহনীর জয়ে এবারের ডিপিএলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে এক ম্যাচ বাকি থাকতেই। তবে শেখ জামাল ও রূপগঞ্জ জিতলে আবাহনীকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। এক্ষেত্রে আবাহনী জিতুক বা হারুক সমীকরণ একই থাকবে। জামাল ও রূপগঞ্জের মধ্যে যে কোন দল জিতলে তারা শিরোপা রেসে থাকবে এবং যে কোন দল হারলে ছিটকে যাবে শিরোপা লড়াই থেকে। উভয়দলই জিতে গেলে নিশ্চিত হবে অন্তত রানার্সআপ হওয়া। কারণ সেক্ষেত্রে ১৫ পয়েন্ট নিয়ে দোলেশ্বর আর রানার্সআপও হতে পারবে না। তবে দোলেশ্বর জিতে গেলে অন্তত রানার্সআপ হওয়ার স্বপ্ন বেঁচে থাকবে। গুরুত্বপূর্ণ এ তিনটি ম্যাচ আজ সকাল ৯টায় শুরু হবে।
×