ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, রোনাল্ডোর বিশ্রামের সুযোগে জোড়া গোল বেলের, শেষ দুই মিনিটে দুই গোল করে দলকে বাঁচিয়েছেন মেসি ও সুয়ারেজ, লাস পালমাস ০-৩ রিয়াল মাদ্রিদ, সেভিয়া ২-২ বার্সিলোনা

রিয়ালের সহজ জয়, হারতে হারতে ড্র বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৫১, ২ এপ্রিল ২০১৮

রিয়ালের সহজ জয়, হারতে হারতে ড্র বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির ধুয়ো দিয়ে দেশ আর্জেন্টিনার হয়ে না খেললেও ক্লাবের বিপদে ঠিকই মাঠে নেমেছেন লিওনেল মেসি। আর তাতেই হারতে যাওয়া ম্যাচ ড্র করে ইজ্জত বাঁচিয়েছে বার্সিলোনা। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় এ্যাওয়ে ম্যাচে সেভিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে বার্সা। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষ দুই মিনিটে একটি করে গোল করেন লুইস সুয়ারেজ ও মেসি। আরেক ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতিতে গ্যারেথ বেলের জোড়া গোলে ভর করে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক লাস পালমাসকে। গত বছর এপ্রিলে মালাগার কাছে হারের পর এ নিয়ে টানা ৩৭টি লীগ ম্যাচে অপরাজিত থাকলো বার্সিলোনা। এই রেকর্ডে ১৯৮০ সালে রিয়াল সোসিয়েদাদকে স্পর্শ করতে আর মাত্র এক ম্যাচ দূরে কাতালানরা। বুধবার চ্যাম্পিয়ন্স লীগে এএস রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে কোচ আর্নেস্টো ভালভার্ডে মেসিকে মূল একাদশে খেলাননি। দল জেতার পথে থাকলে হয়তো তিনি মাঠে নামাতেন না আর্জেন্টাইন তারকাকে। কিন্তু সমূহ হারের মুখে পড়ার পর মেসিকে মাঠে নামান বার্সা বস। এই ড্র’র পরও ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সেভিয়ার মাঠে রামোস সানচেজ পিজুয়ানে দুই গোলে পিছিয়ে থেকে বার্সিলোনা যখন পরাজয়ের প্রহর গুনছিল তখনই ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে সুয়ারেজ প্রথম গোল করে বার্সাকে কিছুটা হলেও জাগিয়ে তোলেন। কিন্তু পরের মিনিটেই মেসির গোল সফরকারীদের যে এভাবে রক্ষা করবে তা কেউ কল্পনাও করেনি। হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত মেসিকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননি বার্সা কোচ। এ কারণেই মূল একাদশে তাকে রাখা হয়নি। কিন্তু বিপদ বুঝতে পেরে ৫৮ মিনিটে উসমান ডেম্বেলের স্থানে মেসিকে বদলি বেঞ্চ থেকে নিয়ে আসা হয়। দুই গোলে পিছিয়ে থাকা ভালভার্ডের সামনে অবশ্য এর বিকল্পও ছিল না। এবারের মৌসুমে এখন পর্যন্ত কোন লীগ ম্যাচে হারেনি বার্সিলোনা। পাশাপাশি গত ১৩ মাস তারা অপরাজিত আছে। কিন্তু ফ্র্যাংকো ভাজকুয়েজ ও লুইস মুরিয়েলের গোলে সেভিয়া দারুণ এক জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল। ৩৬ মিনিটে ভাজকুয়েজ ও ৫০ মিনিটে গোল করেন মুরিয়েল। কিন্তু আবারও মেসি দলের ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হন। ফিলিপ কুটিনহোর সহায়তায় ম্যাচ শেষের মিনিট খানেক আগে যখন আর্জেন্টাইন এই তারকা দূরপাল্লার শটে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তখন তার উদযাপনটাও একটু ভিন্ন ছিল। গোল দিয়েই মেসি দৌড়ে গিয়ে ডাগআউটে কোচিং স্টাফ ও বদলি বেঞ্চের সতীর্থদের জড়িয়ে ধরেন। মূলত ম্যাচের শেষ ১০ মিনিট বার্সা যেন নিজেদের আসল ছন্দ খুঁজে পায়। ৮৮ মিনিটে গোল করেন সুয়ারেজ। এরপর মেসির গোলে সমতা। ম্যাচ শেষে বার্সা কোচ ভালভার্ডে বলেন, যদি আপনার দলে মেসির মতো ফুটবলার থাকে এবং সে না খেলে, তাহলে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা। বোঝা যাবে মেসি কতটা গুরুত্বপূর্ণ। সে এমনই একজন খেলোয়াড় যে বল ধরলেই ম্যাচের ভাগ্য বদলে যায়। সেভিয়া কোচ ভিনসেনজো মনটেলা বলেন, ড্রেসিং রুমে আমরা কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম। কিন্তু দিনের শেষে এটাই ফুটবল। যখন গোল করার সুযোগ আসে তখন অবশ্যই গোল করতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা অনেকগুলো গোলের সুযোগ হাতছাড়া করেছি। এর আগে গ্যারেথ বেলের জোড়া গোলে লাস পালমাসকে সহজেই হারায় রিয়াল। জুভেন্টাসের বিপক্ষে মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে বিশ্রাম দেয়া হয় রোনাল্ডোকে। গ্র্যান ক্যানারিয়াতে ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেল। বিরতির আগে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। ৫১ মিনিটে আবারও পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ওয়েলস তারকা বেল।
×