ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অটিজম সচেতনতা দিবস আজ

প্রকাশিত: ০৪:৪৭, ২ এপ্রিল ২০১৮

অটিজম সচেতনতা দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন। রবিবার সচিবালয়ে ‘বিশ্ব অটিজম দিবস উদযাপন’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান। তিনি বলেন, আজ সোমবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হবে। এবার অটিজম সচেতনতা দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’। সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।’ মন্ত্রী বলেন, বাংলাদেশে ২০১৩ সাল থেকে প্রতিবন্ধীদের সংখ্যা জানতে জরিপ শুরু হয়েছে। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী দেশে অটিস্টিকের সংখ্যা ৪৪ হাজার ৬৭৫ জন, শারীরিক প্রতিবন্ধী ছয় লাখ ৯১ হাজার ৪৮৩ জন, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী আছে ৫২ হাজার ৮৪৬ জন। এর বাইরে দৃষ্টি প্রতিবন্ধী দুই লাখ ১৪ হাজার ৯৫৪ জন, বাক প্রতিবন্ধী এক লাখ ১৪ হাজার ৪৮৯ জন, বুদ্ধি প্রতিবন্ধী এক লাখ ২২ ৩০৪ জন, শ্রবণ প্রতিবন্ধী ৪৫ হাজার ৬৪৬, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ছয় হাজার ৫১৫, সেরিপালসি ৬৯ হাজার ৯৩৪ জন।
×