ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসছে এ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার

প্রকাশিত: ০৭:১২, ২৯ মার্চ ২০১৮

আসছে এ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার

পৃথিবীজুড়ে হঠাৎই ছড়িয়ে পড়ল আতঙ্ক ধ্বংসলীলা আর আক্রমণের তা-বে নাকালে মানবজাতি। তবে কি গোটা বিশ্বব্রহ্মা- ধ্বংসের পথে! একত্রিত হলো পৃথিবী, তথা নিজেদের রক্ষার জন্য সুপার হিরোরা। মহাশক্তিশালী ভিলেন ‘থানোসের’ হাত থেকে রক্ষা করতে হবে পৃথিবীকে। কিন্তু কিভাবে? ভিলেন ‘থানোস’ যে একে একে কব্জাগত করে নিচ্ছে আরও বেশি সুপার পাওয়ার। আক্রমণ হয়ে উঠছে আরও বেশি নারকীয়। ইউনিভার্স নিয়ন্ত্রণের ৬টি বেসিক পাওয়ার সমৃদ্ধ ইনফিনিটি স্টোন, নিজের হাতের ‘ইনফিনিটি গল্টলেটে’ বসিয়ে গোটা বিশ্বের নিয়ন্ত্রণ নিতে মরিয়া গল্পের সুপার ভিলেন থানোস। মাইন্ড জেম, পাওয়ার জেম, রিয়েলিটি জেম, টাইম জেম, সউল জেম, স্পেস জেম; নিজের ‘গল্টলেটে’ স্থাপন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় গোটা বিশ্বের ওপর। ক্রমান্বয়ে একটি করে ইনফিনিটি স্টোন দখল করছে আর পরাক্রমশালী হয়ে উঠছে। অন্য এ্যাভেঞ্জার্সরা যেন পেরে উঠছে না থানোসের ক্ষমতার সঙ্গে লড়াই করে। তবে কি এবার পৃথিবী রক্ষায় ব্যর্থ হবে সুপার হিরোরা। নাকি ‘থানোস’কে হারিয়ে পৃথিবীকে পুনরুদ্ধার করবে তারা। নাকি সমস্ত ইনফিনিটি স্টোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে পৃথিবীতে একক আধিপত্য বিস্তার করবে সুপার ভিলেন থানোস। সুপার ভিলেন ও সুপার হিরোদের এই লড়াই কোন্ দিকে মোড় নেবে তা জানতে হবে আরও কিছুদিন। আগামী ২৭ এপ্রিল (সম্ভাব্য) মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ‘এ্যাভেঞ্জার্স’ মুভি সিরিজের পরবর্তী সিক্যুয়াল এ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ মুভিটি। মারভেল কমিকসের সৃষ্টি এই সুপার হিরোদের নিয়ে নির্মিত ‘অ্যাভেঞ্জার্স’-এর তৃতীয় ছবি এটি। এর আগেও ‘অ্যাভেঞ্জাস’ সিরিজের মুভিগুলো বক্স অফিসে হিট হয়েছিল। ‘এ্যান্থলি’ ও ‘রুশো’র যৌথ পরিচালনায় এবারের ‘অ্যাভেঞ্জার্সের হিরোরা’ গার্ডিয়ানস অব দি গ্যালাক্সির হিরোদের সঙ্গে একাত্ম হয়ে সুপার ভিলেন ‘থানোসের’ বিরুদ্ধে লড়াই এ নামবেন। এনিমেশন ও স্পেশাল ইফেক্টভিত্তিক ছবিটির পরিকল্পনা ২০১৪ সালে হলেও ছবির দৃশ্যায়নের কাজ শুরু হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে বিখ্যাত ‘পাইন উড’ স্টুডিওতে। বরাবরের মতো এবারও টনি স্টার্ক আয়রনম্যান ভূমিকায় ‘রবার্ট ডউনি জুনিয়র,’ ‘থর’ চরিত্রে ‘ক্রিস হেমসওর্থ’, ‘হাল্ক’ ভূমিকায় ‘মার্ক রুফলো’, স্পাইডার ম্যান’খ্যাত টম হল্যান্ড’ এবং সুপার ভিলেন’ ভূমিকায় অভিনয় করবেন ‘জেমস ব্রলিন।’ এ ছাড়াও আরও ডজনখানেক সুপার হিরোকের সরব উপস্থিতি ছবিকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলবে বলে প্রত্যাশা ছবির প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্সের। এ্যাভেঞ্জার্সের অন্যান্য সিক্যুয়ালে সুপার হিরোদের স্কাউটলুক, ফিজিক্যাল এশিয়ারেন্স এবং তাদের বিশেষায়িত পোশাকগুলোতেও ভিন্নতা থাকছে। অত্যাধুনিক পোশাক সুপার হিরো ও সুপার ভিলেনের গ্রহণযোগ্যতা ভিন্নমাত্রায় নিয়ে যাবে বলে প্রত্যাশা ছবির পরিচালকদ্বয়ের। মূলত দুটি আগে মুক্তি পেতে যাচ্ছে ব্লকবাস্টার এই মুভিটি। মুভিটির পরবর্তী পার্ট মুক্তি পাবে ২০১৯ সালে। নির্মাতাদের প্রত্যাশা মুভিটি বছরের সবচেয়ে লাভজনক মুভি হবে। অবশ্য মুভিটি দর্শকদের ভেতর কতটুকু সাড়া ফেলতে সক্ষম হবে। এখন সময় শুধু অপেক্ষার। -আনন্দকণ্ঠ ডেস্ক
×