ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশের মাটিতে বাংলা গানকে সম্মানের সঙ্গে উপস্থাপন করি ॥ সায়েরা রেজা

প্রকাশিত: ০৪:১৭, ২৫ মার্চ ২০১৮

বিদেশের মাটিতে বাংলা গানকে সম্মানের সঙ্গে উপস্থাপন করি ॥ সায়েরা রেজা

সায়েরা রেজা। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক অতি পরিচিত মুখ। ‘সুখের অমিল’, ‘এক নিমিষে’, ‘আরবান ফোক্স’, ‘নিদাগীরে’ শিরোনামের চারটি একক, একাধিক মিক্সড ও প্লেব্যাকের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন। স্বামীর পেশার কারণে তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করেন। প্রবাসে বাংলাদেশী কমিউনিটিতেও শিল্পী হিসেবে তার পরিচিত রয়েছে। কয়েকটি স্টেজ শো, টিভি প্রোগ্রাম ও নতুন এ্যালবামের কাজের জন্য সম্প্রতি সায়েরা রেজা বাংলাদেশে এসেছেন। সঙ্গীত সাধনা ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। এবারের বাংলাদেশ সফরে কী কী কাজ করবেন? সায়েরা রেজা : পুরো মার্চ মাসটা দেশে থাকছি। কয়েকটি স্টেজ প্রোগ্রাম ও ভিআইপি শোতে গাইব। একাধিক টিভি চ্যানেলে লাইভ করব। পাশাপাশি নতুন এলবামের গানে কণ্ঠ এবং ভিডিও নির্মাণের কাজ চলছে। এর মধ্যে হাবিব মোস্তফার কথা ও সুরে ‘রূপনগর’ এবং ‘দিওয়ানা-মাস্তানা’ শিরোনামে মৌলিক দুটি সুফি-ফোক গানে কণ্ঠ দিলাম। পাশাপাশি ‘দে দে পাল তুলে দে’ এবং ‘আসাম যাব’ জনপ্রিয় গান দুটির কভার করলাম। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানগুলোর ভিডিও শীঘ্রই শ্রোতা-দর্শকরা দেখতে পাবেন। সহস্র মাইল দূরে থেকেও দেশকে কিভাবে অনুভব করেন? সায়েরা রেজা : আসলে শিল্পীর কোন দেশ নেই, ভৌগোলিক সীমারেখা নেই। আমি যেখানেই থাকি না কেন সবসময় বাংলাদেশকে, দেশের মা-মাটির সুরকে, লাল-সবুজের চেতনাকে বুকে ধারণ করি। বিদেশের মাটিতেও আমি সবসময় এ দেশের হাজার বছরের ঐতিহ্যে লালিত সাধক শিল্পীদের গান পরিবেশন করি। বিদেশের মাটিতে বাংলা ফোক গানের সাড়া কেমন? সায়েরা রেজা : রেসপন্স তৈরির দায়িত্বটুকু একজন শিল্পীর। আমরা যা গাইব শ্রোতারা তাই শুনবে। একজন বাঙালী হিসেবে, বিদেশের মাটিতে নিজের দেশের ঐতিহ্য তুলে ধরা বাংলাদেশের একজন নাগরিক ও বাংলা ভাষাভাষীর মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে বর্তায়। আমি সেক্ষেত্রে শতভাগ সফল। যুক্তরাষ্ট্রের মতো দেশে আমি আমার দেশের গানকে সম্মানের সঙ্গে উপস্থাপন করি। নিজেকে বাঙালী হিসেবে পরিচয় দিতে পেরে আমি গর্ববোধ করি। শ্রোতারা বেশ আগ্রহ নিয়ে আমাদের দেশের গান শোনে। এটা আমার অনেক বড় প্রাপ্তির জায়গা। শ্রোতাদের উদ্দেশে আপনার কোন বক্তব্য? সায়েরা রেজা : শ্রোতাদের উদ্দেশে বলব, তাদের ভালবাসার কারণেই আমি আজ সায়েরা রেজা। ভালবাসার ঋণ কখনও শোধ করা যায় না। সবসময় ভাল গান গেয়ে তাদের ভালবাসার ঋণকে আরও বাড়াতে চাই, সবসময় তাদের দোয়া ও সমর্থন চাই। -সাজু আহমেদ
×