ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কটিসদের কাঁদিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৮:২৬, ২২ মার্চ ২০১৮

স্কটিসদের কাঁদিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

শাকিল আহমেদ মিরাজ ॥ জিম্বাবুইয়েতে বাছাই পর্বের শুরুতেই ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারা বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া বিশ্বকাপের কথা তিনি কল্পনাই করতে পাারেন না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ত্রিনিদাদিয়ান যুবরাজের হৃদয়ের সেই রক্তক্ষরণ বন্ধ করলেন জেসন হোল্ডাররা। বুধবার সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ডার্কওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে ৫ রানের জয়ে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ভিভ রিচার্ডস-কোর্টনি ওয়ালসের উত্তরসূরিরা। ১৯৯ রানের সাদামাটা লক্ষ্য তাড়া করতে নেমে ৩২.৫ ওভারে ৫ উইকেটে ১২৫ রান করেছিল প্রতিপক্ষ স্কটল্যান্ড। ওই পরিস্থিতিতে ফল যে কোন কিছুই হতে পারত। কিন্তু বৃষ্টির কারণে আর সেটি হয়নি। ডি/এল পদ্ধতিতে সে সময় জয়ের জন্য স্কটল্যান্ডকে করতে হতো ১৩১ রান! ফলে আসরের অন্যতম চমক স্কটিসদের কাঁদিয়ে বাছাই পর্বের ফাইনাল নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপের টিকেটটাও হাতে পেয়ে যায় হোল্ডার-বাহিনী। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার আগেই বিশ্বকাপে জায়গা করে নিল দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। উঠে গেল বাছাইপর্বের ফাইনালে। ৫ পয়েন্ট নিয়ে বিদায় নিল স্কটল্যান্ড। ৪ ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৫। নিজেদের শেষ ম্যাচে তারা খেলবে সুপার সিক্সে হেরে চলা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সেই ম্যাচে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে গ্রায়েম ক্রেমারদের। স্বাগতিক জিম্বাবুয়ে হারলে সুযোগ থাকবে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। তখন ৪ পয়েন্ট করে পাওয়া দল দুটির লড়াইয়ে যারা জিতবে উইন্ডিজের সঙ্গে তারাই যাবে বিশ্বকাপে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী ২০১৭ সালে নির্ধারিত সময়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ক্যারিবীয়দের এই বাছাই পর্বে খেলতে হচ্ছে। আর ওই সময়ে ছয় নম্বরে থাকার সুবাদে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ : ৪৮.৪ ওভারে ১৯৮ (গেইল ০, লুইস ৬৬, হোপ ০, স্যামুয়েলস ৫১, হেটমায়ার ৪, হোল্ডার ১২, পাওয়েল ১৫, ব্র্যাথওয়েট ২৪, নার্স ৫, পল ৫, রোচ ০*; শরিফ ৩/২৭, হুইল ৩/৩৪, ইভান্স ১/৫৮, সোল ০/২৮, লিস্ক ২/৩৬, বেরিংটন ১/১২) স্কটল্যান্ড : (৩৫.২ ওভারে লক্ষ্য ১৩১) ৩৫.২ ওভারে ১২৫/৫ (ক্রস ৪, কোয়েটজার ২, জোনস ১৪, ম্যাক্লাউড ২১, বেরিংটন ৩৩, মানজি ৩২*, লিস্ক ১৪*; রোচ ২/২০, হোল্ডার ১/৩১, পল ০/১২, ব্র্যাথওয়েট ০/২৭, নার্স ২/৩৫) ফল: ডাকওয়ার্থ - লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ রানে জয়ী
×