ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজারে এলো কাওয়াসাকি মোটরসাইকেল

প্রকাশিত: ০৭:১২, ২২ মার্চ ২০১৮

বাজারে এলো কাওয়াসাকি মোটরসাইকেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়ান মোটরবাইক লিমিটেডের সহযোগিতায় চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে প্রবেশ করল বিশ্বখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাওয়াসাকি। রাজধানীর গুলশানে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের মোটরসাইকেল এ্যান্ড ইঞ্জিন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার জিন ইনোয়ে। আপাতত বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কেএলএক্স১৫০, দি-ট্রেকার, জেড১২৫ প্রো, কেএসআর১১০ প্রো মডেলের চারটি মোটরসাইকেল। উল্লেখিত মডেলগুলোর মধ্যে কেএলএক্স১৫০ মোটরসাইকেলটি আঁকাবাঁকা ও উঁচু-নিচু রাস্তায় অনায়াসে চালানো সম্ভব। দেড় হাজার প্রবাসী চাকরি হারাচ্ছে জেদ্দা বিমানবন্দরে অর্থনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরবের জেদ্দায় অবস্থিত আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের চাকরি হারাচ্ছেন প্রবাসী কর্মীরা। ওই বিমানবন্দরে কর্মরত বিভিন্ন দেশ থেকে আসা দেড় হাজার প্রবাসী। প্রবাসীদের চাকরিচ্যুত করে এখন থেকে সেখানে সৌদি নাগরিকদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি গেজেট জানিয়েছে। বিমানবন্দরের মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল-রাইমি সব এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়েছে। এতে বলা হয়, বিমানবন্দরটিতে প্রবাসীদের সরিয়ে দেড় হাজার সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হবে। সৌদি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জেদ্দা বিমানবন্দরের মুখপাত্র তুর্কি আল তৈয়িব। তিনি জানান, শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। সরকারী এই নির্দেশ সঠিকভাবে পালন করা হচ্ছে কি-না তা দেখতে বিমানবন্দরে একটি দল নিয়মিত পরিদর্শনও করবে।
×