ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাবেক সেনাসদস্য নিহত

প্রকাশিত: ০৬:২৪, ২২ মার্চ ২০১৮

বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাবেক সেনাসদস্য নিহত

স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরের চকলোকমান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহানবক্স (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য খুন হয়েছে। বুধবার ভোরে রাস্তার ওপর তার লাশ পাওয়া যায়। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, ওই সেনা সদস্য সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসাবে ২০০৪ সালে অবসরে যান। বগুড়ার একটি বেসরকারী প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। মঙ্গলবার রাতে তিনি নৈশকোচে ঢাকা থেকে বগুড়া ফেরেন। গাড়ি থেকে নেমে বাড়ি আসার পথে এই ঘটনা ঘটে। তার বাড়ি চকলোকমান এলাকায়। ভোরে বাড়ির নিকট রাস্তার ওপর ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের কিছু দূরে রাস্তার ওপর তার লাশ পাওয়া যায়। ফজরের নামাজের পর ওই রাস্তা দিয়ে যাওয়া মুসল্লিরা তার লাশ দেখতে পান। কুয়াকাটায় হোটেলে প্রেমিকের লাশ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, আবাসিক পায়রা হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে প্রেমিকের মৃতদেহ এবং প্রেমিকাকে অচেতন অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টায় মহিপুর থানা পুলিশ প্রেমিক জাহিদুলের (৩০) মৃতদেহ এবং প্রেমিকা তনিকে (২৫) অচেতন অবস্থায় উদ্ধার করে। পুলিশ এ সময় কক্ষ থেকে ঘুমের ওষুধের ১০টি খালি প্যাকেট (‘ক্লোনাজিপাম’ ও ‘প্রোমিথাজিন’) উদ্ধার করে। তাদের ধারণা এরা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার পরিকল্পনা করে। জাহিদুলের লাশ মর্গে এবং তনিকে শঙ্কাজনক অবস্থায় বুধবার দুপুরে বরিশাল শেবাচিমে পাঠিয়েছে। উভয়ের বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকায়। জাহিদুল খুলনা বিএল কলেজের অনার্স দ্বিতীয় (পরিসংখ্যান বিভাগ) বর্ষের শিক্ষার্থী। জাহিদুল খুলনা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পথ-এ কর্মরত বলে পুলিশের দাবী। রংপুরে ছাত্রাবাসে ছাত্রের লাশ সংবাদদাতা বদরগঞ্জ, রংপুর থেকে জানান, গলায় গামছা দিয়ে স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিল আবদুন নাছির তুখোড় নামে এক মেধাবী শিক্ষার্থী। সে রংপুর সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার বিকেলের দিকে মহানগরীর হনুমানতলায় আল্লারদান ছাত্রাবাসের নিজ কক্ষে সে আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আবদুন নাছিরের বাড়ি রংপুরের বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা এলাকায়। তার বাবা বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এক ভাই এক বোনের মধ্যে তুখোড় ছিল সবার বড়। শ্রীপুরে যুবক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে গাছে ঝুলন্ত গাড়ি চালক এক যুবকের লাশ বুধবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোখলেছ মিয়া (৩৮)। সে শ্রীপুর উপজেলার আবদার (ঢালীপাড়া) এলাকার কাছম আলীর ছেলে। মাগুরায় ব্যবসায়ী নিজস্ব সংবাদাতা মাগুরা থেকে জানান, বুধবার সকালে সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের একটি মাঠ থেকে মোহাম্মদ শিপন (২৬) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিপন মাগুরা সদরের হাজীপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে। অতিরিক্ত পুিলশ সুপার আহসান হাবিব জানান, সদর উপজেলার চন্দন প্রতাপ গ্রামের ঈদগাহ পার্শ¦বর্তী একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
×