ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারেন্ট জাল ও জাটকাসহ ২৮ জেলে আটক

প্রকাশিত: ০৬:২৩, ২২ মার্চ ২০১৮

কারেন্ট জাল ও জাটকাসহ ২৮ জেলে আটক

নিজস্ব সংবাদদাতা ভোলা, ২১ মার্চ ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ২৫ মণ জাটকা জব্দ ও ২৮ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার দুপুর পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ জেলেদের আটক করে। জানা গেছে, বুধবার ভোরে সদর উপজেলার রাজাপুর মেঘনা নদী এলাকা থেকে একটি ট্রলার বোঝাই জাটকা বরিশাল পাচার হচ্ছিলো। এ সময় কোস্টগার্ড ওই ট্রলারটি আটক করে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করে। তবে এ সময় কাউকে তারা আটক করতে পারেনি। অপরদিকে দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে ২৮ জেলেকে আটক করেছে। তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ ও ট্রলার জব্দ করে। লক্ষ্মীপুরে ১৫ জেলে, সাত নৌকা নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় ১৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদফতর। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার চররমনী মোহন, বুড়িরঘাট ও কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নেত্রকোনায় ট্রেনে কেটে যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ মার্চ ॥ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটেছে শহরের কোর্ট স্টেশন এলাকায়। নিহত যুবকের নাম মাহবুব আলম (২৫)। তিনি কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মৈপুকুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। জানা গেছে, তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। প্লাটফর্মে পা রাখতেই তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে রেললাইনের ওপর পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়ে।
×