ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

প্রকাশিত: ০৩:৪৬, ২১ মার্চ ২০১৮

কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ মার্চ ॥ ধানখালী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের মোঃ রিয়াজ উদ্দীন তালুকদারের দুটি নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। নমরহাট এবং ধানখালী ডিগ্রী কলেজ বাজার নির্বাচনী অফিসে সোমবার রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী হোন্ডাযোগে এসে চেয়ার-টেবিল বাইরে নামিয়ে ভাংচুর করে টমটমে করে নিয়ে গেছে। তবে হতাহতের কোন খবর মেলেনি। এ ঘটনায় রিয়াজ তালুকদার উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন। হামলার জন্য রিয়াজ তালুকদার নৌকা প্রতীকের প্রার্থী মোঃ টিনু মৃধার সমর্থকদের দায়ী করেছেন। তারা এ ঘটনা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কর্মকর্তা কলাপাড়া থানার ওসিকে অবহিত করেছেন বলে জানা গেছে। অপরদিকে নির্বাচনী প্রচারকালে সমর্থকসহ কর্মীদের বাধাসহ ক্যাডার পরিবেষ্টিত হয়ে হুমকি ধমকি দেয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত তিন চেয়ারম্যান প্রার্থী। বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ ইউনিয়নের বিএনপি সমর্থিত তিন প্রার্থীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচার চালাচ্ছেন এ নিয়ে নির্বাচনী প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। উল্টো তাদের ক্যাডার দিয়ে বিএনপি সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। বিএনপি সমর্থিত বালিয়াতলী ইউনিয়নের নুরুল কবির ঝুনু, মিঠাগঞ্জের মনিবুর রহমান খন্দকার, ডালবুগঞ্জের মুসফিকুর রহমান এমন লিখিত অভিযোগ দিয়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ জানিয়েছেন।
×