ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ’৭১-এর গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৩:৪৬, ২১ মার্চ ২০১৮

বগুড়ায় ’৭১-এর গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কতই বা বয়স, কৈশোর পেরোইনি কিন্তু হতবিহ্বলতা আর বিস্ময়ের সঙ্গে কান্নাভেজা চোখে সেই ভয়াল সময়ে তারা যেন একাকার। হানাদারদের প্রতি তীব্র ঘৃণা ঠিকরে পড়ছে চোখমুখে। সাদমান, বেনজীর, অমিতরা স্কুল থেকে এসেছিল ’৭১ এ পাকি হানাদারদের সেই বর্বরতার ছবি দেখতে। এই প্রথম তাদের এ ধরনের অভিজ্ঞতা। সাদমানদের মতো অনেক কিশোর আর কিশোরী শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে ভিড় জমিয়েছিল বগুড়া শহীদ খোকন পার্কের আলোকচিত্র প্রদর্শনীতে। তাদের প্রত্যেকের অভিব্যক্তি ছিল প্রায় একই। একই সঙ্গে তাদের উপলব্ধি, কত ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের প্রিয় এই মাতৃভূমির স্বাধীনতা। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়াসহ মুক্তিযুদ্ধে পাকি হানাদারদের বর্বরতা তুলে ধরতে বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘চেতনা অবিনাশী’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করে বগুড়া জেলা প্রশাসন। প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, মুক্তিযোদ্ধা আরশাদ সাঈদ, আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ, প্রাবন্ধিক ও সাহিত্যিক বজলুল করিম বাহার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আখতারুজ্জামান, প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন। কচুয়ায় সংঘর্ষে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা কচুয়া, চাঁদপুর ২০ মার্চ ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। সোমবার রাতে উপজেলার কাদলা ইউনিয়নের চৌমুহনী বাজারে মুরাদপুর ও বড়ইগাঁও গ্রামাসীর মধ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই দিন সন্ধ্যায় বড়ইগাঁও গ্রামের এমদাদ উল্লাহর ছেলে ফয়সাল চৌমুহনী বাজারে চায়ের দোকানে পুরি খাওয়াকে কেন্দ্র করে দোকানের কর্মচারীর সাথে বাকবিত-া হয়। এ ঘটনার জের ধরে চৌমুহনী বাজারে উত্তেজিত জনতা প্রায় ১০ দোকান ভাংচুর করে। সংঘর্ষে আহতরা হলোÑ ইলিয়াছ পাটওয়ারী, সাকিল বেপারী, ইমন মীর, ফারুক হোসেন, ইয়াছিন বেপারী, হাসান, ফয়সালসহ ১৫ জন। পুলিশ মহিন মজুদার, আলামিন মীর, রাকিব গাজী, রাসেল গাজী, বাকি বিল্লাহ, সফিকুল ইসলাম ও তারেকসহ সাত জনকে গ্রেফতার করে।
×