ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অবৈধ ইটভাঁটি বন্ধের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ অবরোধ

প্রকাশিত: ০৬:৫২, ২০ মার্চ ২০১৮

অবৈধ ইটভাঁটি বন্ধের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ ইটভাঁটি বন্ধের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল হাট এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল পূর্বক মানববন্ধনে বক্তব্যে রাখেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য নুর জাহান বেগম, জামাল হোসেন, হাফিজ চৌধুরী, স্থানীয় হাসনা বেগম, রেখা বেগম, মোমেন মিয়া, হনু মিয়া, মমতাজ বেগম, নুর জাহান, শিউলি বেগম, শাহনাজ বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গোলাকান্দাইল মজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ নগড় মাদ্রাসাসহ ঘনবসতি এলাকায় কোন প্রকার অনুমোতি ছাড়াই অবৈধভাবে ইটভাঁটি স্থাপন করতে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী আলম হোসেন ভুঁইয়া। এ ছাড়া গোলাকান্দাইল-বালিয়াপাড়া রাস্তাটি প্রশস্ত একেবারেই কম। এ রাস্তা দিয়ে ইটভাঁটি নির্মাণ সামগ্রী ট্রাকযোগে আনা-নেয়ার ফলে ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকায়। ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারছে না। ইটভাঁটি স্থাপন করা হলে এ এলাকায় কালো ধোঁয়ায় পরিবেশ হুমকির মুখে পড়বে। তাই এলাকাবাসী বার বার বাঁধা দিয়ে আসলেও আলম হোসেন ভুঁইয়া অবৈধভাবে ইটভাঁটি স্থাপন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে ইটভাঁটি স্থাপন বন্ধের দাবি জানায় এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাইপাস সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারণ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের মাধ্যমে ইটভাঁটি স্থাপন বন্ধ করে দেয়ার আশ^াস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। এনইউ’র একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪ এমফিল এবং ৫ পিএইচডি ডিগ্রী গবেষককে ডিগ্রী প্রদান, ২০২০-২০২১ বর্ষ থেকে কার্যকর চার বছর মেয়াদী এলএলবি (অনার্স), কোর্সসমূহের অধিভুক্তি রেগুলেশন, সিলেবাস ও রেগুলেশন অনুমোদন এবং ব্যাচেলর অব স্পোর্টস (অনার্স),কোর্সসমূহের অধিভুক্তি রেগুলেশন, সিলেবাস ও রেগুলেশন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। -বিজ্ঞপ্তি।
×