ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে দলের বিরুদ্ধে ভোট ॥ দায়ের করা রিট খারিজ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ মার্চ ২০১৮

সংসদে দলের বিরুদ্ধে ভোট ॥ দায়ের করা রিট খারিজ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্যের বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের একক বেঞ্চ রবিবার রিটটি খারিজের এ আদেশ দেন। আদালত বলেন, যেহেতু বাংলাদেশের মূল সংবিধানে বিষয়টি আছে তাই সুপ্রীমকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ২০১৭ সালের ১৭ এপ্রিল ৭০ অনুচ্ছেদ বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
×