ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী পটিয়া যাচ্ছেন ২১ মার্চ

প্রকাশিত: ০৬:০১, ১৮ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী পটিয়া যাচ্ছেন ২১ মার্চ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৭ মার্চ ॥ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২১ মার্চ (বুধবার) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি থাকবেন। যেখানে তিনি তুলে ধরতে পারেন দেশের উন্নয়ন, অগ্রগতি ও রাজনৈতিক হালচাল। এই জনসভা ঘিরে ইতোমধ্যে পটিয়া উপজেলায় ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে শোভা পাচ্ছে দলীয় নেতাকর্মীদের ছবি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির, সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বর্তমান এমপির বাইরে পৃথকভাবে সক্রিয়। একইভাবে পটিয়া পৌরসভার দুই বারের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্দেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে ব্যস্ত সময় পার করছেন। এখানে প্রশ্ন উঠেছে চট্টগ্রাম জেলার জনসভা পটিয়া উপজেলায় কেন? জনসভায় প্রধানমন্ত্রী কি ঘোষণা দিতে পারেন? অনেকে মনে করছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটিয়াকে যে জেলা ঘোষণা করেছিলেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় তাঁর বক্তৃতায় সে ব্যাপারে কিছু বলবেন কিনা। এছাড়া ডিসেম্বর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের জন্য ভোট চাওয়ার পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামে চলমান উন্নয়ন কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন কোন নতুন ঘোষণা আসবে কিনা। পটিয়ায় জনসভা করার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিশ্চিত করার পর মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের যৌথ কর্মী সভায় কয়েকজন প্রতিক্রিয়া দেখান। ফলে শুধুমাত্র দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর এ জনসভা। পটিয়া সদর ছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের কর্ণফুলীর মইজ্যারটেক এলাকা থেকে শুরু করে মুজাফরাবাদ এলাকা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন ও ছোট বড় বিলবোর্ড টাঙানো হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, সহ-সভাপতি নিমলেন্দু গুহ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান পটিয়ায় এসে মাঠ পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মঞ্চ ও হেলিপ্যাড গোয়েন্দা সংস্থার উপস্থিতি তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। উল্লেখ্য, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটিয়াকে জেলা ঘোষণা করেন। বাঁশখালীর জাকেরুল হক চৌধুরীকে পটিয়া জেলার গর্বনর নিযুক্ত করেন। ওই বছরের ১ সেপ্টেম্বর হতে তা কার্যকর হওয়ার কথা থাকলেও ’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে পটিয়া জেলা আর বাস্তবায়ন হয়নি। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান শনিবার জানান, আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ইতোমধ্যে প্রচার প্রচারণা চলছে জোরেশোরে। জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। শাহ আমানত তৃতীয় সেতু থেকে শুরু করে পুরো দক্ষিণ চট্টগ্রামে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হচ্ছে। সমাবেশ সফল করতে দক্ষিণ জেলার তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।
×