ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ মার্চ ২০১৮

টুকরো খবর

অপহৃত যুবক উদ্ধার ॥ আটক চার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে লঞ্চ থেকে যাত্রী অপহরণের ঘটনা এবং পুলিশের কৌশলী অভিযানে চার অপহরণকরী গ্রেফতার এবং অপহরণকারী উদ্ধার নিয়ে প্রেস ব্রিফিং হয়েছে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ের সভা কক্ষে এ প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন- গত বুধবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফারহান-৭ নামের একটি লঞ্চ থেকে বরিশালের বানাড়ীপাড়া এলাকার কালু চন্দ্র মন্ডলের ছেলে গোপাল চন্দ্র মন্ডলকে (৪০) অপহরণ করে কয়েকজন অপহরণকারী। পরবর্তীতে মুন্সীগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার একটি বাড়ির রান্নাঘরে আটকে রাখে। তার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। যথাসময়ে টাকা আনতে না পারলে গোপাল চন্দ্রকে মারধর করে অপহরণকারীরা। . মাইন বিস্ফোরণে নিহত এক নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৫ মার্চ ॥ বান্দরবানে আলীকদম উপজেলার একটি পরিবার সীমান্ত পেরিয়ে মিয়ানমারে প্রবেশের সময় স্থলমাইন বিস্ফোরণে প্রুওয়াই মুরুং (৪০) নামের একজন নিহত হয়েছেন। প্রুওয়াই মুরুং রালাইপাড়ার বাসিন্দা কিংএয়ং মুরুংয়ের ছেলে। এ ঘটনায় এই পরিবারের শিশুসহ আরও ৫ জন আহত হন। জানা যায়, গত বুধবার দুপুরে আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা কুরুকপাতা ইউনিয়নের রালাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্গম এলাকা হওয়ায় এখনও নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরে দায়িত্বরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন- স্ত্রী চংরে মুরুং (৩৫), শিশু সন্তান সিতু মুরুং (৯), ইয়া ইয়ং মুরুং (৫), তনকো মুরুং (৩) ও তংরুং মুরুং (২)। . চার রোহিঙ্গাসহ আটক ৫ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ৪ রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের ব্যস্ততম রাহাতের মোড় থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেনÑ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ঠান্ডা মিয়ার ছেলে শুনা আলী (৬৫), শুনা মিয়ার মেয়ে রাশিদা (১৮), আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (১৭), আঃ ছালামের মেয়ে বেবী (১৭)। এই ৪ রোহিঙ্গার বাড়ি মিয়ানমারের রাখাইন ও আরাকান রাজ্যের বিভিন্ন গ্রামে বলে পুলিশ জানিয়েছে। এদের সহযোগী বাংলাদেশী নাগরিক কক্সবাজার জেলার বড় মহেষখালী জাগিরাঘোনা গ্রামের তোফাইল আহমেদের ছেলে ইলিয়াছ (২৮)। আটককৃতদের বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। . দুই পোশাক শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ মার্চ ॥ আশুলিয়ায় কবিরাজি যৌন শক্তিবর্ধক হালুয়া খাদ্য বিষক্রিয়ায় দুু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া, হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে আরও দু’জন। হতাহতরা সকলেই পোশাক শ্রমিক। নিহতরা হলেনÑ টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন ধবুলিয়া গ্রামের সুজাত আলীর মোতালেব ও একই গ্রামের জয়নাল শেখের পুত্র জিল্লুর শেখ। হাসপাতালে লাইফ সার্পোটে থাকা ২ জন হলেন শামীম ও ফরিদ। ওই চারজনসহ পাঁচজন আশুলিয়া থানাধীন ডিইপিজেড এলাকার হাসেম প্লাজার পেছনে একই বাসায় ভাড়া থেকে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতেন। আর অপর দু’জনকে লাইফ সার্পোটে রাখা হয়েছে। . সাভারে অগ্নিকান্ড॥ নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ মার্চ ॥ সাভারে বাড়িতে আগুন লেগে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মরিয়ম বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের হরিণধরা এলাকায় মুসা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার সাউদগারী গ্রামে নাম আব্দুর রশিদের স্ত্রী। . ব্যবসায়ী হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, ১৫ মার্চ, শেরপুর ॥ শেরপুরে চাঞ্চল্যকর তরুণ ব্যবসায়ী মাহবুবুল ইসলাম রাজু (২৬) হত্যার প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের দু’পাশে আয়োজিত ওই মানববন্ধনে অংশ নেন জেলার প্রায় অর্ধশত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ রাজুর এলাকার শত শত নারী-পুরুষ। ওই সময় শেরপুরের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি মানব বন্ধনস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি আস্থা জানিয়ে স্মারকলিপি গ্রহণ করেন। . প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ৫০ ব্যানার উধাও নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৫ মার্চ ॥ দলীয় আধিপত্য বিস্তারের জের ধরে পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বিল বোর্ডসহ ৫০টি ব্যানার রাতের আঁধারে উধাও হয়ে গেছে। আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী পটিয়ায় আগমন ঘিরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের উপজেলার ভেল্লাপাড়া থেকে শুরু করে পটিয়া সদর পর্যন্ত ছোটবড় বিভিন্ন সাইজের ব্যানার ও বিলবোর্ড টাঙ্গানো হয়। বুধবার গভীর রাতে কে বা কারা অর্ধ শতাধিক বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসিরের সৌজন্যে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার ও বিলবোর্ড টাঙ্গানো হয়। পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে ব্যানার লাগাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। . ছাত্রলীগ নেতা হত্যা ॥ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ছাত্রলীগ নেতা আশফাক আল রাফী শাওন হত্যাকা-ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি দায়ের করেছেন। এই মামলায় পুলিশ মৃত্যুঞ্জয় রোডের সঞ্জয় দত্ত, আকুয়ার চৌরঙ্গী মোড়ের এসএম আরিফুল হক ও ভাটিকাশর এলাকার আমিনুল ইসলাম হিমেলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজীবুল হাসান তাদের জেলহাজতে পাঠিয়ে দেন। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত আগামী ১৮ মার্চ রিমান্ডের ওপর শুনানির দিন ধার্য করে। একই সঙ্গে পুলিশ কবর থেকে শাওনের লাশ উত্তোলনের আবেদন করলে আদালত সেটিও মঞ্জুর করে। পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর গোলপুকুরপাড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন। . তিন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ মার্চ ॥ বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) নওগাঁ জেলা শাখা স্বাধীনতার মাস উপলক্ষে ৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জ্ঞাপন করল। এ উপলক্ষে তাদের ক্রেস্ট প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে শহরের সরিষাহাটির মোড়ে এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম ও দীপক কুমার সরকার, সাধারন সম্পাদক রেজাউল হাসান, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে স্বাধীনতার মাস উপলক্ষে সংগঠনের তিন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বিমল চন্দ্র প্রাং ও নুরুল ইসলামকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
×