ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াহিদুল হকের জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:১৭, ১৬ মার্চ ২০১৮

ওয়াহিদুল  হকের  জন্মদিন  আজ

স্টাফ রিপোর্টার ॥ আমৃত্যু সংস্কৃতির শাণিত হাতিয়ারকে সঙ্গী করে পথ চলে ছিলেন ওয়াহিদুল হক। সুর ও সংস্কৃতির শক্তিতে ভর করে লড়েছেন অশুরের বিরুদ্ধে। স্বপ্ন দেখেছেন অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ সম্প্রীতিময় ও কল্যাণকামী বাংলাদেশের। সেই লক্ষ্যে কাজ করেছেন সৃজনশীল ও মননশীল সমাজ গড়ার আকাক্সক্ষায়। এই বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সংগঠকের ৮৫তম জন্মবার্ষিবকী ও ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৩ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন এই কীর্তিমান মানুষটি। জন্মদিনে নানা আয়োজন-আনুষ্ঠানিকতায় স্মরণ করা হবে ওয়াহিদুল হককে। আজ শুক্রবার সকাল থেকে রাত অবধি এই সঙ্গীতজ্ঞকে শ্রদ্ধা জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হবে নানা আয়োজন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ‘বন্ধু রহো রহো সাথে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন। বিকেল সাড়ে পাঁচটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হবে ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান। সকাল ১০টায় শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হবে কণ্ঠশীলনের আরেক অংশ আয়োজিত দুই দিনব্যাপী ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব। দেশের সংস্কৃতিচর্চার পথ নির্মাণে অগ্রপথিক ছিলেন ওয়াহিদুল। সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকলেও তার সবচেয়ে বড় অবদান সংস্কৃতির ক্ষেত্র প্রস্তুত করা। বাঙালীত্বের গর্ব নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আজীবন মানুষ গড়েছেন, সংঘবদ্ধ করেছেন, পথ দেখিয়েছেন ওয়াহিদুল হক। তিনি ছিলেন বাংলার মানুষের শিক্ষা-সংস্কৃতি ও মননের আজীবনসঙ্গী। ষাটের দশকের গোড়াতে ছায়ানট আন্দোলন ও একে স্থায়ী প্রতিষ্ঠানে রূপদানকারী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৯৯ থেকে আমৃত্যু সহ-সভাপতি ছিলেন। এছাড়াও আবৃত্তি প্রতিষ্ঠান ‘কণ্ঠশীলন’, মৃত্যুর কিছুদিন আগে গড়ে তোলা ‘নালন্দা’ প্রতিষ্ঠা এবং তাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর প্রতিষ্ঠা করা ওয়াহিদুল হকের অনন্য কীর্তি। এর পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গঠন করে সারাদেশে রবীন্দ্রসঙ্গীত চর্চায় মানুষকে আগ্রহী করে তোলার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। চলচ্চিত্র সংসদ আন্দোলনের সূত্রপাত ঘটান তিনি। এছাড়াও বাংলাদেশ ব্রতচারী সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের (পরে আবৃত্তি সমন্বয় পরিষদ) প্রতিষ্ঠাতা সভাপতি এবং একাত্তরে স্বাধীন বাংলা শিল্পী সংস্থার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের সঙ্গে তিনি আমৃত্যু যুক্ত ছিলেন। ওয়াহিদুল হক কর্মজীবনে অবজারভারের শিফট ইনচার্জ, ডেইলি স্টারের যুগ্ম সম্পাদক ছিলেন। দি পিপল পত্রিকায় সম্পদনা বিভাগে কাজ করেছেন। নিউ নেশন ও মর্নিং নিউজেও তিনি কাজ করেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন। জীবনের শেষদিকে ‘অভয় বাজে হৃদয় মাঝে’ ও ‘এখনও গেল না আঁধার’ শিরোনামে নিয়মিত কলাম লিখেছেন দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ভোরের কাগজ পত্রিকায়। ওয়াহিদুল হকের পুরো নাম আবুল ফারাহ মোহাম্মদ ওয়াহিদুল হক। ১৯৩৩ সালের ১৬ মার্চ ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ভাওয়াল মনোহরীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবু তৈয়ব মাজহারুল হক ও মা মেওয়া বেগম। ১৯৫০ সালে তিনি আরমানিটোলা গবর্নমেন্ট হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকা কলেজ ভর্তি হন। সেখান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন? ১৯৫৬ সালে রবীন্দ্রসঙ্গীতশিল্পী, সঙ্গীতজ্ঞ ও বর্তমানে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনকে বিয়ে করেন। তাদের সন্তানরা হলেন- অপালা, রুচিরা ও পার্থ। পরবর্তীকালে তিনি সঙ্গীতশিল্পী ফ্লোরা আহমেদকে বিয়ে করেন। এ পক্ষের ছেলের নাম এষণ। ২০০৭ সালের ২৭ জানুয়ারি ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ওয়াহিদুল হক।
×