ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মশক নিধনে ব্যর্থ রাসিকের খোঁড়া অজুহাত

প্রকাশিত: ০৬:২৬, ১৫ মার্চ ২০১৮

মশক নিধনে ব্যর্থ রাসিকের খোঁড়া অজুহাত

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ মশা মারার জন্য ধোঁয়ার ব্যবহারে আমের মুকুল ও ধানের কোন ক্ষতির শঙ্কা না থাকলেও ‘খোঁড়া অজুহাতে’ নগরীতে মশক নিধন কার্যক্রম শুরু করছে না রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। উল্টো নাগরিকদের ঘরবাড়ি, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়ে স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়েছে সিটি কর্র্র্পোরেশন। ফলে নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একদিকে মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী অন্যদিকে মশক নিধনে ব্যর্থ হওয়ায় সিটি করপোরেশনের প্রতি নাগরিকরা আর আস্থা রাখতে পারছেনা। শুধু মশক নিধনই নয়, নগর উন্নয়নে সব কার্যক্রমই এখন ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। মূলত ভেঙ্গে পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। জানা গেছে, এরইমধ্যে চলতি অর্থবছরের ৯ মাসে চার কোটি টাকা বাজেটের মাত্র ১৬ লাখ টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। অবশিষ্ট টাকা খরচ না করায় প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। তাদের প্রশ্ন, এত টাকা বাজেট থাকা সত্ত্বেও কেন মশার উৎপাতে অতিষ্ঠ হতে হচ্ছে নগরবাসীকে। তবে সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে, আমের মুকুল ও ধান গাছের কথা ভেবে তারা উড়ন্ত মশা নিধনে কোন কার্যক্রম গ্রহণ করেননি এবার। শুধু মশার লার্ভা নিধনে ড্রেনে, নর্দমায় কেরোসিন ও ডিজেলের স্প্রে করা হচ্ছে। তাও চলছে ধীরগতিতে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে মশক নিধনে বাজেট ঘোষণা করা হয়েছে চার কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছরের নয় মাসে মশক নিধনে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় সাড়ে ৪০ লাখ টাকা। অথচ এর মধ্যে খরচ হয়েছে মাত্র ১৬ লাখ টাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের মশক পরিদর্শক সানাউল্লাহ জানান, সিটি কর্পোরেশন থেকে মশার প্রজননকে ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে লার্ভা নিধন কার্যক্রম পরিচালিত করছে।
×