ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ২৮ মার্চ

প্রকাশিত: ০৫:৪৪, ১৫ মার্চ ২০১৮

কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ২৮ মার্চ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ মার্চ ॥ জেলার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন ও হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেয়নি আদালত। খালেদা জিয়ার জামিন ও হাজিরা পরোয়ানা প্রত্যাহার চেয়ে তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলী আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এ বিষয়ে কোন আদেশ না দিয়ে আবেদনটি আগামী ২৮ মার্চ শুনানির দিন ধার্য রেখে আদেশ দিয়েছেন। এর আগে গত সোমবার বিকেলে এক আদেশে খালেদা জিয়াকে আগামী ২৮ মার্চ কুমিল্লার আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা ইস্যু করেছিল একই আদালত। আদালত সূত্রে জানা যায়, গত ১২ মার্চ কুমিল্লার সংশ্লিষ্ট আদালত আগামী ২৮ মার্চ খালেদা জিয়াকে হাজির করার নির্দেশ দেয় এবং প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু করে। এর প্রেক্ষিতে খালেদা জিয়ার জামিনের জন্য মঙ্গলবার তার আইনজীবীরা আদালতে আবেদন দাখিল করেন। বুধবার বিকেলে আদালতের বিচারক খালেদা জিয়ার জামিনের বিষয়ে আবেদনের ওপর কোন আদেশ না দিয়ে আগামী ২৮ মার্চ হাজিরার দিনে শুনানির দিন ধার্য করে আদেশ দেন। কুমিল্লা আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, যেহেতু গত ১২ মার্চ রাস্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা ইস্যু করে আদালত আগামী ২৮ মার্চ শুনানির জন্য ধার্য করেছে, সেহেতু আসামিপক্ষের দাখিলকৃত জামিনের আবেদনটি ওই তারিখেই (২৮ মার্চ) শুনানির জন্য আদালত আদেশ দিয়েছেন। এ বিষয়ে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নাজমুস সা’দাত ও এ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, আমরা মঙ্গলবার আদালতে খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার এবং তার জামিনের জন্য আবেদন দাখিল করেছিলাম, বুধবার শুনানির পর আদালত এ আবেদনটি আগামী ২৮ মার্চ শুনানির জন্য দিন ধার্য রেখে আদেশ দিয়েছেন। জানা যায়, এর আগে গত ২ জানুয়ারি কুমিল্লার ৫নং আমলী আদালত চলমান জি আর ৫১/১৫ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছিল এবং ওই গ্রেফতারি পরোয়ানাটি ইতোপূর্বে ঢাকার গুলশান থানায় প্রেরণ করা হয়। এ মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর জন্য গত সোমবার (১২ মার্চ) গুলশান থানার ওসি এ বি সিদ্দিক স্বাক্ষরিত একটি আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলী আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ আগামী ২৮ মার্চ কুমিল্লার আদালতে খালেদা জিয়াকে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আদেশ দেন। ওইদিন বিকেলে আদালতের আদেশটি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
×