ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাগাজিন এ্যাপ কিনেছে এ্যাপল

প্রকাশিত: ০৪:১৬, ১৫ মার্চ ২০১৮

ম্যাগাজিন এ্যাপ কিনেছে এ্যাপল

ম্যাগাজিন এ্যাপ সাবস্ক্রিপশন সার্ভিস ‘টেক্সচার’ কিনে নিচ্ছে এ্যাপল। তবে নেক্সট ইস্যু মিডিয়ার ডিজিটাল ম্যাগাজিন প্ল্যাটফর্মটি এ্যাপলের কিনে নেয়ার লেনদেনের পরিমাণ কত তা জানা যায়নি। মাসে ৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে এ্যাপটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পাঠকরা ২০০টি ম্যাগাজিন পড়ার সুযোগ পেয়ে থাকেন। জানা গেছে, এ্যাপলের কাছে বিক্রি হয়ে গেলেও আগের মতোই এ্যাপটি আইওএস, এ্যান্ড্রয়েড, এ্যামাজন কিন্ডলে ফায়ার, উইন্ডোজ ৮ ও ১০ এ চলবে। টেক্সচার উন্মোচন করা হয়েছে ২০১০ সালে। যুক্তরাষ্ট্রে ডিজিটাল ম্যাগাজিনের এই প্ল্যাটফর্মটি ‘নেটফ্লিক্স অব ম্যাগাজিন পাবলিশিং’ নামে পরিচিতি পেলেও তা নেটফ্লিক্সের মতো জনপ্রিয়তা কখনই পায়নি। টেক্সচার এ্যাপটির পাঠক কত জন ছিলেন সে বিষয়েও কোন তথ্য পাওয়া যায়নি। ম্যাগাজিনগুলোতে সুন্দর ডিজাইনে ও আকর্ষণীয় আর্টিকেল রাখার ব্যবস্থা করব। -অর্থনৈতিক রিপোর্টার
×