ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে ৪ খাটাল চালু থাকায় প্রশাসন বিব্রত

আদালতের নির্দেশ উপেক্ষা

প্রকাশিত: ০৪:২৬, ১৪ মার্চ ২০১৮

আদালতের নির্দেশ উপেক্ষা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে গরু আমদানির চারটি বিট খাটাল চালু রাখায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। গত ১৩ জানুয়ারি উচ্চ আদালত জেলার জহুরপুর, জোহরপুর ট্যাক, ওয়াহেদপুর ও বঘুনাথপুর বিট খাটাল তথা সীমান্তপথ সিলগালার নির্দেশ দেন। জানা গেছে, জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির আপত্তির কারণে বাংলা ১৪২৪ সনে নবায়ন হয়নি জেলার ৩টি বিট খাটাল। সদর উপজেলার সূর্য্য নারায়ণপুর আব্দুস সালামের ছেলে আশকার আলি রিট আবেদন করে উচ্চ আদালতে। বেঞ্চ আদেশ জারির ৭২ ঘণ্টার মধ্যে এসব খাটাল বন্ধের নির্দেশ দেন। সেই নির্দেশ অমান্য করে এখনও চালু রেখেছে এসব বিট খাটাল। তবে জোহরপুর বিট খাটালের অংশীদার শরীয়তুল্লাহ জানান, তারা উচ্চ আদালতে স্থগিত চেয়ে রিট করলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান স্থগিত চেয়ে সুপ্রীমকোর্টের কোন নির্দেশনা তারা পাননি। এদিকে চোরাচালন বিরোধী জেলা টাস্ক ফোর্সের সভাপতি জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানান, উচ্চ আদালতের নির্দেশনার বিরুদ্ধে আপীল করবে না বলে তারা সংশ্লিষ্ট উর্ধতনদের জানিয়ে দিয়েছেন।
×